হায়দরাবাদ, 17 ডিসেম্বর: চলতি বছর বিনোদন ইন্ডাস্ট্রিতে অনেকেই সাত পাকে বাঁধা পড়েছেন ৷ শুরু করেছেন জীবনের নতুন অধ্যায় ৷ তালিকায় যেমন আছেন সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল, শোভিতা ধুলিপালা-নাগা চৈতন্য, তেমনই আছেন বাংলার কাঞ্চন-শ্রীময়ী, রাতুল-রূপাঞ্জনা,শ্বেতা ভট্টাচাৰ্য-রুবেল দাসের মতো টলিউড তারকারা ৷ একনজরে ফিরে দেখা যাক, চলতি বছর জুটিতে-দুটিতে এক হয়েছেন কারা ৷
প্রথমেই নজর দেওয়া যাক টলিউডের অন্দরে ৷
কাঞ্চন-শ্রীময়ীঃ
এই বছর সবচেয়ে চর্চিত প্রেম ছিল কাঞ্চন-শ্রীময়ীর ৷ তৃতীয়বারের জন্য ছাদনাতলায় যান কাঞ্চন মল্লিক। বিয়ে করেন তাঁর বহুদিনের বন্ধু, তথা প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে। 2 মার্চ সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। তবে বিয়ের 8 মাসের মধ্যে মাও হন শ্রীময়ী চট্টরাজ ৷ কাঞ্চন ও শ্রীময়ী কন্যা সন্তানের নাম রেখেছেন কৃষভি। সোশাল মিডিয়ায় সেই সব মুহূর্ত শেয়ারও করেছেন অভিনেতা ৷
রাতুল-রূপাঞ্জনাঃ
19 এপ্রিল সামাজিক নিয়ম মেনে বিয়ে করেন রাতুল-রূপাঞ্জনা। রূপাঞ্জনার এক ছেলেও রয়েছে ৷ নতুন জীবনের শুরু করার নানা মুহূর্ত শেয়ার করেছেন রূপাঞ্জনা নিজেই।
সোহিনী-শোভনঃ
১৫ জুলাই বিয়ে করেন অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার এক খামারবাড়িতে বসে বিয়ের আসর। আগেই বাগ্দান সেরেছিলেন তাঁরা। যদিও নিজেদের বিয়ে নিয়ে আগে মুখ খোলেননি তারকা জুটি। ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনের উপস্থিতিতেই চারহাত এক হয়েছে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের। সোশাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে সোহিনী লেখেন, 'দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে '।
রূপসা চট্টোপাধ্যায়-সায়নদীপ সরকারঃ
চলতি বছরে 8 অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবরও দেন অভিনেত্রী। জানালেন, মা হতে চলেছেন। স্বামী সায়নদীপ সরকারকে পাশে নিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন রূপসা। ছোটপর্দার খলনায়িকা হিসাবেই জনপ্রিয় রূপসা। বাংলা ধারাবাহিকের বেশ পরিচিত মুখ বলা চলে তাঁকে।
শ্বেতা ভট্টাচাৰ্য-রুবেল দাসঃ
আগামী বছর জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়বেন শ্বেতা ভট্টাচাৰ্য-রুবেল দাস। 15 ডিসেম্বর দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের আশীর্বাদ হয়েছে রীতি মেনে। শ্বেতা-রুবেল এ দিন একই রঙের পোশাকে নিজেদের সাজিয়েছিলেন।
দেবলীনা নন্দী-প্রবাহ নন্দীঃ
সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। বাংলা গানের জগতের পরিচিত নাম দেবলীনা। 10 ডিসেম্বর, সাতপাকে বাঁধা পড়েন দেবলীনা। পাইলট পাত্রের গলায় মালা দেন গায়িকা। বরের নাম প্রবাহ নন্দী। এয়ারইন্ডিয়ার এয়ারক্র্যাফ্ট পাইলট হিসাবে কাজ করেন তিনি।