তিরুবনন্তপুরম, 28 অগস্ট:হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর বিনোদন জগতে নির্যাতিত অভিনেত্রীরা মুখ খুলতে শুরু করেছেন ৷ এবার মালয়লম অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ ৷ এক অভিনেত্রীর অভিযোগের পরেই সিদ্দিকীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে পুলিশ ৷ জানা গিয়েছে, 16 বছর আগে ওই অভিনেতা তাঁর উপর যৌন নিপীড়ন করেছিল ৷ পাশাপাশি, কেরালাতে ঝড় তুলেছে মিটু আন্দোলন ৷ অভিনেতা জয়সূর্যর বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে ৷ অন্যদিকে, অভিনেতা তথা রাজনীতিবিদ মুকেশের বিরুদ্ধে একই অভিযোগ ওঠায়, ফিল্ম পলিসি কমিটি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন ৷
ভারতীয় ন্যায় সংহিতার 376 ধারা (ধর্ষণ) ও 506 (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে মিউজিয়াম পুলিশ স্টেশনে মামলা দায়ের হয়েছে ৷ মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এই ঘটনা সামনে আসার পর বড় প্রভাব পড়েছে ৷ রঞ্জিতের পর সিদ্দিকী যথেষ্ট পরিচিত ও জনপ্রিয় তারকা ৷ হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো অভিযোগ সামনে আসায় মুখ পুড়েছে মালয়লম বিনোদন জগতের ৷ 2009 সালে একই ঘটনার শিকার হন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ সেই অভিযোগ সামনে আসতেই কেরালা চালচিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তাফা দেন পরিচালক রঞ্জিত ৷ ইতিমধ্যেই সিদ্দিকী অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টস (AMMA) সংগঠনের জেনারেল সেক্রেটারি পদ থেকে সরে গিয়েছেন ৷