পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kiff-এর মঞ্চে সত্য কাহিনির ছায়া, নজর কাড়ল 'বোর্খা দ্য ভেল' - KOLKATA FILM FESTIVAL

'কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ ফিল্মস' বিভাগে নজর কাড়ল অসমিয়া ছবি 'বোর্খা দ্য ভেল' (Burkha The Veil)। সত্যকাহিনি পর্দায় তুলে ধরতে পেরে খুশি পরিচালক ৷

Etv Bharat
অসমিয়া ছবি 'বোর্খা দ্য ভেল' ছবির প্রেসমিট (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 6, 2024, 2:24 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ ফিল্মস' বিভাগে এবার দেখানো হয়েছে অসমিয়া ছবি 'বোর্খা দ্য ভেল' (Burkha The Veil)। ছবিটি দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার নন্দনের প্রেস কর্নারে হয়ে গেল ছবির সাংবাদিক সম্মেলন। হাজির ছিলেন পরিচালক তথা প্রযোজক হিরেন বোরা। পরিচালক এর আগে 2009 সালে বানিয়েছেন 'বসুন্ধরা দ্য আর্থ' এবং 2014 সালে বানিয়েছেন 'ক্ষোভ দ্য অ্যাঙ্গুয়িশ'। এবার বানালেন 'বোর্খা দ্য ভেতল'। তিনি বলেন, "আমি এই ধরনের সত্য কাহিনি তুলে ধরতে চেয়েছিলাম। শুটিংয়ের অভিজ্ঞতা দারুণ ছিল। মুসলিম অধ্যুষিত এলাকায় আমরা কাজ করেছি। কোনওরকম বাধা পাইনি কোনও জায়গা থেকে। আমি সকলের কাছে কৃতজ্ঞ।"

এই ছবির কেন্দ্রীয় চরিত্র রেশমা। সে দশম শ্রেণীর ছাত্রী ৷ ব্রহ্মপুত্র নদের তীরের একটি ছোট্ট গ্রামের মেয়ে এই রেশমা। তার বাবা তাকে লেখাপড়া শেখানোর বদলে বিয়ে দিয়ে দিতে চায়। আর গ্রামেরই এক অভভ্য বৃদ্ধ তার চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করতে চায় রেশমাকে। এরপর হাফিজ নামের একজন সৎ শিক্ষক রেশমাকে তার স্কুলে ভর্তি করে নেয়। কিন্তু সেই অভদ্র বৃদ্ধটি হাফিজের বিরুদ্ধে চক্রান্ত করে। গ্রামেরই কিছু মানুষের কল্যাণে রেশমার স্বপ্নপূরণ হয়। এরকমই গল্পের ডানায় ভর করে ছবি বানিয়েছেন পরিচালক হিরেন বোরা।

প্রসঙ্গত, হিরেন বোরা একাধারে একজন চলচ্চিত্র পরিচালক আবার মঞ্চ অভিনেতা, চিত্রনাট্যকার, সাহিত্যিক। উত্তর-পূর্বের তেজপুরের বাসিন্দা তিনি। মূলত ছোট গল্প লেখেন তিনি। সেগুলি নিয়ে নানা সময়ে ছবিও তৈরি হয়েছে। একাধিক মেগা সিরিয়াল বানিয়েছেন তিনি পরিচালক এবং প্রযোজক হিসেবে। বানিয়েছেন ইংরেজি, হিন্দি, অসমিয়া ভাষার বহু ধারাবাহিক। নানা সময়ে সেগুলি পুরস্কারও পেয়েছে। ছবির সিনেমাটোগ্রাফার নুরুদ্দিন মোল্লা, সম্পাদক দীপক মণ্ডল, সঙ্গীত পরিচালনায় তারালি শর্মা।

ABOUT THE AUTHOR

...view details