মুম্বই, 4 নভেম্বর:ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৷ তারপরেও সুখটান থেকে বিরত থাকতে পারেন না অনেকে ৷ সেই তালিকায় নাম নেওয়া যায় শাহরুখ খান থেকে সলমন খান-সহ আরও অনেক তারকার ৷দু'দিন আগেই 59তম জন্মদিন উদযাপনের পর বড় ঘোষণা করেছেন বাদশা ৷ তিনি জানিয়েছেন, ধূমপান ছাড়ছেন তিনি ৷ বাদশার আগে কোন কোন বলিউড তারকার সুখটানের বদঅভ্যাস ছিল দেখে নেওয়া যাক একনজরে ৷
শাহরুখ খান
30 বছরের বদভ্যাস ছাড়লেন বাদশা ৷ কিং খান জানিয়েছিলেন, তিনি ধূমপানের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে দিনে 100টিরও বেশি সিগারেটে টান দিতেন ৷ 59তম জন্মদিনে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে শাহরুখ খান জানান, একটা সুখবর সকলের জন্য ৷ আমি ধূমপান ছেড়েছি ৷ আশা করছেন সিগারেট ছাড়ার পর শ্বাসকষ্টের সমস্যা কমে যাবে অভিনেতার ৷ প্রসঙ্গত, জনসমক্ষে সিগারেট খাওয়ার জন্য শাহরুখ খানকে জরিমানাও দিতে হয়েছিল ৷
সলমন খান
বলিউড ভাইজান সলমন খান আগে চেইন স্মোকার ছিলেন ৷ কিন্তু 2012 সালে অভিনেতা সিগারেট ছাড়ার সিদ্ধান্ত নেন ৷ আসলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া (সুইসাইড ডিজিজ) চিকিৎসার কারণে সলমন ধূমপান ছেড়ে দিয়েছিলেন।
আমির খান
ধূমপায়ী তারকাদের মধ্যে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নামও রয়েছে তালিকায় ৷ আমির খানকে অনেকবার ধূমপান করতে দেখা গেলেও স্বাস্থ্যকর জীবনযাপন এবং তাঁর সন্তানদের স্বার্থে ধূমপান ছেড়ে দেন। জানা যায়, আমির নাকি 2011 সালের পর সিগারেট স্পর্শ করেননি।
রণবীর কাপুর
'অ্যানিম্যাল' অভিনেতা রণবীর কাপুর ধূমপানে আসক্ত ছিলেন ৷ আসলে, 'বরফি' ছবির সেটে অনুরাগ বসু রণবীরকে সিগারেট খেতে নিষেধ করেছিলেন ৷ এরপর 2011 সালে মা নীতু কাপুরের অনেক বোঝানোর পরে, রণবীর সম্পূর্ণভাবে ধূমপানের অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত নেন ৷ এরপর মেয়ে রাহা জীবনে আসার পর সবরকম বদভ্যাস ছেড়েছেন রণবীর কাপুর।