কলকাতা, 22 নভেম্বর: মুক্তির পরেই সাড়া ফেলেছে 'যমালয়ে জীবন্ত ভানু'। 15 নভেম্বর রাজ্য জুড়ে মুক্তি পাওয়ার পর 22 নভেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত 'যমালয়ে জীবন্ত ভানু'। ইটিভি ভারতের সঙ্গে দূরভাষে আড্ডা দিলেন ঢাকার পোলা ভানু অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়।
ইটিভি ভারত: সারা দেশে মুক্তি পাচ্ছে 'যমালয়ে জীবন্ত ভানু'। অন্য শহরে কি যাওয়া হবে হল ভিসিটে?
শাশ্বত: এর থেকে ভালো খবর হয় না। তবে, শহরের বাইরের কোনও হলই ভিসিট করা হবে না আমার। বাইরে থাকব কয়েকটা দিন। শনিবার অর্থাৎ 23 নভেম্বর নিজের শহরের কয়েকটা হল ভিসিটে যাব।
ইটিভি ভারত: ছবিটা নিয়ে মানুষের প্রতিক্রিয়া ভালো ৷ এমন কোনও কমপ্লিমেন্ট পেলেন যেটাতে আপনি দারুণ আপ্লুত?
শাশ্বত: অনেক ভালোবাসা পাচ্ছি। সব হলে গিয়েই মানুষের ভালোবাসা পাচ্ছি আমরা। অনেক আবদার আসছে। একজন যেমন ছবিটা দেখে বলেছেন, আমার ছেলে 15 ডিসেম্বর বাইরে থেকে ফিরছে। ছবিটা ততদিন অবধি আপনারা হলে রাখুন। একজন প্রায় আশি বছর বয়সি মানুষ বলেছেন যে, তিনি সিনেমা হলে গিয়ে 'যমালয়ে জীবন্ত মানুষ' দেখেছেন। আজ সিনেমা হলে গিয়ে 'যমালয়ে জীবন্ত ভানু' দেখে নিজের যৌবন বয়সে ফিরে গেলেন। এগুলো অ্যাওয়ার্ড পাওয়ার থেকেও বেশি দামি।
ইটিভি ভারত: এই মুহূর্তে বলিউডেরও সফল অভিনেতা আপনি। এখানকার সতীর্থদের তা নিয়ে কেমন প্রতিক্রিয়া? কদর কি আরও বেড়েছে এই ইন্ডাস্ট্রিতে?
শাশ্বত: যারা আমাকে ভালোবাসে এবং পছন্দ করে তারা খুশি হয়। আর এই ইন্ডাস্ট্রিতে কদর বেড়েছে কি না সেটা বুঝব কাজ কতটা আসছে সেটা দেখার পর। কাজ বেশি এলে বুঝব কদর বেড়েছে। তা না হলে...
ইটিভি ভারত: অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, মাধুরী দীক্ষিত, রণবীর কাপুরদের সঙ্গে কাজ করা হয়ে গেল। কার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন?
শাশ্বত: যাঁদের সঙ্গে কাজ করা হয়নি তাঁদের অনেকের সঙ্গেই কাজ করার অপেক্ষায় আছি। ইচ্ছা আছে তাঁদের সঙ্গে কাজ করার। সেই তালিকা দীর্ঘ। তবে, জীবনে একটাই আক্ষেপ রয়ে গেল সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা হল না। এই না পাওয়ার আক্ষেপ আমার পিছু ছাড়বে না।
ইটিভি ভারত: 'কল্কি 2'-তে ফ্ল্যাশ ব্যাকে দেখতে পাব আপনাকে?
শাশ্বত: এটা আমি জানি না। আমার পক্ষে বলা তাই সম্ভব নয়। আমার কাছে এখনও তেমন খবর নেই। নির্মাতারা বলতে পারবেন।
ইটিভি ভারত: 'যমালয়ে জীবন্ত ভানু'-তে আপনার সংলাপ আবার হিট। বাঙাল ভাষা আপনি আগে থেকেই পারতেন?
শাশ্বত: আমরা ভানু বন্দ্যোপাধ্যায়ের যতগুলো ছবি দেখেছি তাতে উনি ওভাবেই বেশি কথা বলতেন। তাতে ওভাবেই ওঁকে কথা বলতে শুনে বড় হওয়া আমাদের। ফলে বলতে অসুবিধা হয়নি।
ইটিভি ভারত: ছবি নির্বাচনের ক্ষেত্রে সবার আগে কোনদিকে গুরুত্ব দেন?
শাশ্বত: স্ক্রিপ্ট। যে স্ক্রিপ্ট আমার নিজের পছন্দ হবে না সেই স্ক্রিপ্টে আমি কোনও দর্শককে খুশি করতে পারব না আমার কাজ দিয়ে।
ইটিভি ভারত: মেয়ে মডেলিং করছে। সিনেমায় আসতে চাইলে সমর্থন আছে?
শাশ্বত: হ্যাঁ যেটা করতে চাইবে, আমার সাধ্যমতো সাহায্য আমি করব।