কলকাতা, 15 মে: দর্শকের দরবারে এবার 'বিদ্রোহী কবি' কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন চিকিৎসক তথা অভিনেতা কিঞ্জল নন্দ। ছবিটির পরিচালক আব্দুল আলিম। 'কাজী নজরুল ইসলাম' নামের এই ছবিতে বিদ্রোহী কবির শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। নজরুলের এই বায়োপিকে থাকবেন আরও একঝাঁক তারকা। যদিও তাঁদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি ৷
পরিচালক আব্দুল আলিম বলেন, "এই ছবিটি নিয়ে আমরা খুব একটা তাড়াহুড়ো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে ৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে রিসার্চ করছি। ছবিতে কিঞ্জল নন্দকে প্রাণবন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রূপে দেখতে পাবেন দর্শক।"
অভিনেতা কিঞ্জল নন্দ জানান, শীতকালে এই ছবির শুটিং শুরু হবে। ছবিতে অনেকটা 'প্রস্থেটিক' মেকআপ ব্যবহার করা হবে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলামকে নিয়ে পড়াশুনা করছেন অভিনেতা কিঞ্জল।
বাংলা ও বাংলার বাইরে এই ছবির শুটিং হবে অনেকটা সময় ধরে। ছবির চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। বর্তমানে সেই কাজ প্রায় শেষ। ছবি তৈরির আগে যাতে গবেষণায় কোনও খামতি না থাকে, তার জন্য প্রথম থেকেই সচেতন গোটা টিম ৷ ছবির একটা বড় অংশ জুড়ে থাকবে গান। জানা গিয়েছে, এই ব্যাপারে কথা চলছে সঙ্গীত পরিচালক জয় সরকারের সঙ্গে। ছবির সম্পাদনায় অর্ঘকমল মিত্র।