কলকাতা, 9 এপ্রিল:ওয়েবে পা দিলেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস । তবে, তিনি একা নন, তাঁর সময়ের প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতি রয়েছে এই সিরিজে । দেখা যাবে কানন দেবী-সহ সেই সময়ের তাবড় অভিনেতাদের । সিরিজের পরিচালনায় রাহুল মুখোপাধ্যায় । আসছে ওয়েব সিরিজ ‘ছবি বিশ্বাস’।
তবে হ্যাঁ, এই সিরিজে সৃজিতের 'অতি উত্তম'-এর উত্তম কুমারের মতো ছবি বিশ্বাস অভিনয় করেননি । কিন্তু সিরিজজুড়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি । গল্প খানিকটা এরকম - এই সিরিজের নায়কের নাম ছবি বিশ্বাস । ছবি বিশ্বাসের বাবা উত্তম কুমার ও সুচিত্রা সেনের আমলের চিত্রগ্রাহক । ছবি বিশ্বাসের অন্ধ ভক্ত । তাই তাঁর নামেই ছেলের নাম রেখেছে সে । সিরিজে ছবি বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা শুভম । ছবি বিশ্বাসের বাবার চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায় । সিরিজে কানন দেবীর চরিত্রে অনুরাধা মুখোপাধ্যায় । পুলিশ অফিসার কিঞ্জল নন্দ । আছেন চন্দন সেন । হইচই অরিজিনালসে দেখানো শুরু হয়েছে সিরিজটি ।