পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ওয়েবে পা দিলেন ছবি বিশ্বাস, রহস্য তাঁকে ঘিরেই - Chabbi Biswas in OTT - CHABBI BISWAS IN OTT

Chabbi Biswas: ওয়েবে পা দিলেন ছবি বিশ্বাস ৷ রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় নয়া ওয়েব সিরিজ ছবি বিশ্বাসে রহস্য দানা বেঁধেছে তাঁকে ঘিরেই ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 3:06 PM IST

কলকাতা, 9 এপ্রিল:ওয়েবে পা দিলেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস । তবে, তিনি একা নন, তাঁর সময়ের প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতি রয়েছে এই সিরিজে । দেখা যাবে কানন দেবী-সহ সেই সময়ের তাবড় অভিনেতাদের । সিরিজের পরিচালনায় রাহুল মুখোপাধ্যায় । আসছে ওয়েব সিরিজ ‘ছবি বিশ্বাস’।

তবে হ্যাঁ, এই সিরিজে সৃজিতের 'অতি উত্তম'-এর উত্তম কুমারের মতো ছবি বিশ্বাস অভিনয় করেননি । কিন্তু সিরিজজুড়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি । গল্প খানিকটা এরকম - এই সিরিজের নায়কের নাম ছবি বিশ্বাস । ছবি বিশ্বাসের বাবা উত্তম কুমার ও সুচিত্রা সেনের আমলের চিত্রগ্রাহক । ছবি বিশ্বাসের অন্ধ ভক্ত । তাই তাঁর নামেই ছেলের নাম রেখেছে সে । সিরিজে ছবি বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা শুভম । ছবি বিশ্বাসের বাবার চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায় । সিরিজে কানন দেবীর চরিত্রে অনুরাধা মুখোপাধ্যায় । পুলিশ অফিসার কিঞ্জল নন্দ । আছেন চন্দন সেন । হইচই অরিজিনালসে দেখানো শুরু হয়েছে সিরিজটি ।

শুভাশিস মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনা যায়, "মানুষ কখন মানুষকে কোপায় জানিস, যখন সে টাকার গন্ধ পায় ।"- এমনই এক সংলাপের মধ্যে লুকিয়ে আছে সিরিজের গল্প । বাকিটা জানতে হলে দেখতে হবে সিরিজটি ।

রাহুলের কাছ থেকে জানা গিয়েছে, এটা তাঁর 2021 সালের ভাবনা । তখন গল্প নিখে, চিত্রনাট্য বানিয়ে কিছুটা ক্যামরায়, কিছুটা মোবাইলে শুটিং করে নেওয়া হয় । ক্যামেরা সামলেছেন মধুরা পালিত । সঙ্গীতে নীলায়ন চট্টোপাধ্যায় । বেশ কিছুদিন পড়েছিল এই কাজটা । এরপর হইচই সিরিজটি দেখে এবং এক কথায় তাদের প্ল্যাটফর্মে দেখাতে রাজি হয় । দর্শক ভালোবাসছে এই সিরিজ । আগামী দিনে আরও বড় তারকা নিয়ে কাজের ইচ্ছা আছে রাহুলের ।

আরও পড়ুন:

  1. 'রিটেক চেয়ে আমায় সরি বলেছিলেন অজয় স্যর', ময়দান নিয়ে আবেগতাড়িত আরিয়ান
  2. 'গোমাংস খাই না, আমি গর্বিত হিন্দু', কংগ্রেস নেতার অভিযোগ ওড়ালেন কঙ্গনা
  3. কথামতো ভক্তদের বার্থডে গিফট আল্লুর, 'পুষ্পা 2' টিজারে উচ্ছ্বসিত অনুরাগীরা

ABOUT THE AUTHOR

...view details