কলকাতা, 24 ফেব্রুয়ারি: মুক্তি পেল রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী'। দেশে বিধবা পাচারের উপর ভিত্তি করে নির্মিত এই ছবি। 23 ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পরিবহন স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক দেবাশিস কুমার-সহ ছবির কলাকুশলীরা।
ছবির প্রেক্ষাপট বেনারসের কাশী, দেশের বহু বিধবার শেষ ঠিকানা। সেখান থেকে পাচারও হয়ে যায় বহু বিধবা মহিলা। বিধবা পাচারের উপর ভিত্তি করে এটিই প্রথম ভারতীয় চলচ্চিত্র, যা এখনও পর্যন্ত অন্য কোনও ভাষায় তৈরি হয়নি। ছবিটি বারাণসীর বিধবাদের বর্ণহীন জগৎকে তুলে ধরেছে। গল্প অন্য দিকে মোড় নেয় যখন একজন তরুণ পুলিশ অফিসার ছদ্মবেশে আশ্রয়কেন্দ্রের তদন্ত করতে আসেন। এই সময় একাধিক অদ্ভূত সব সমস্যার মধ্যে পড়েন তিনি ৷ কিন্তু কিছুতেই বোধগম্য করতে পারেন না ৷ তারকাসমৃদ্ধ এই ছবি শুরু থেকেই ছিল চর্চায় ৷
অভিনেত্রী শ্রাবন্তী জানিয়েছিলেন, প্রত্যেক অভিনেত্রী বা অভিনেতা নিজেকে পর্দায় এক্সপ্লোর করতে চান ৷ তাঁর কাছে যখন এই ছবির প্রস্তাব আসে তিনি ঝাঁপিয়ে পড়েন ৷ একদিকে দ্বৈত চরিত্র, তার মধ্যেও একাধিক চ্যালেঞ্জ রয়েছে, যা অভিনেত্রী হিসাবে তাঁর ভালো লেগেছে করতে ৷ অন্যদিকে, বেনারসে হয়েছে ছবির সিংহভাগ শ্যুটিং। এই ছবিতে অলক্ষ্মী নামের একটি চরিত্রে রয়েছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। বেনারসে যেহেতু সৌরসেনীর বাড়ি তাই সেখানকার প্রত্যেকটি কোণ তাঁর চেনা। তাই ছবির শ্যুটিংয়ের সময় তিনি নাকি এক প্রকার ইউনিটের জন্য ট্যুর গাইডের কাজ করেছেন বলে জানিয়েছেন সৌরসেনী।
রাজর্ষি দে প্রযোজিত এই ছবিতে বাংলার 19 জন প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন প্রায় সকলেই। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সোহিনী গুহ রায়, দেবশ্রী গাঙ্গুলী, ঐন্দিলা বোস, অরুণাভ দে রয়, ঈশান মজুমদার, মোনালিসা বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্র, অনুরাধা চৌধুরীর মতো তারকাদের অভিনয় দেখে দর্শকরা কী প্রতিক্রিয়া দেয়, সেটাই দেখার ৷