কলকাতা, 31 ডিসেম্বর: বিদায় বেলার দোরগোড়ায় 2024। বছরের শেষ লগ্নে বাংলার সিনে সংসারে দাপিয়ে বেড়াচ্ছে 'খাদান', 'সন্তান', '5 নং স্বপ্নময় লেন' এবং 'চালচিত্র'। বাদ দিলে চলবে না 'বহুরূপী'কেও। আশি দিন পেরিয়েও ছবির হাউজফুল শো। সামনেই 2025। লার্জ স্কেলের বেশ কিছু ছবি নতুন বছরে মুক্তির অপেক্ষায়। নজরে রয়েছে শর্মিলা ঠাকুর, রাখী গুলজার ও মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো তারকাদের সিনেমা। যাঁরা দীর্ঘদিন বাদে বাংলা সিনেপর্দায় পা রেখেছেন ৷
রুক্মিণী মৈত্র
'বিনোদিনী : একটি নারীর উপাখ্যান'-এর হাত ধরে একেবারে অচেনা ইমেজে ফিরছেন রুক্মিণী। বহুদিনের ওয়ার্কশপ করেছেন তিনি সুদীপ্তা চক্রবর্তীর কাছে। কথা বলার ধরন থেকে চলন-বলন সবেতেই নিয়ে এসেছেন তৎকালীন ঘরানা। এই ছবিতে মুণ্ডিত মস্তক লুকেও দেখা যাবে তাঁকে। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি বাঙালি দর্শককে তৎকালীন স্টার থিয়েটার ঘুরে দেখাবে। উঠে আসবে সেদিনের বাবু কালচার। প্রযোজনায় রুক্মিণীর কাছের মানুষ দেব। সুতরাং দেবও বড় পরিসরে নতুন ছবি নিয়ে নতুন বছরের জন্য তৈরি। 23 জানুয়ারি, 2025-এ মুক্তি পাবে এই ছবি।
এছাড়াও তালিকায় রয়েছে 'হাটি হাটি পা পা' ৷ অর্ণব মিদ্যা পরিচালিত ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ৷ ছবিতে রুক্মিণীর বিপরীতে তাঁর বাবার চরিত্রে দেখা যাবে চিরঞ্জীত চক্রবর্তীকে ৷ ছবির পোস্টার শেয়ার করে জানানো হয়েছে 2025 সালের গরমে মুক্তি পাবে এই ছবি ৷
ঋতুপর্ণা সেনগুপ্ত
2025-এর জন্য সিনেমার ডালি সাজিয়ে প্রস্তুত ঋতুপর্ণা সেনগুপ্ত। আসছে তাঁরই প্রযোজিত এবং অভিনীত 'পুরাতন'। যেখানে অনেক বছর পর বাংলা সিনেমায় কামব্যাক করেছেন শর্মিলা ঠাকুর। ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের চরিত্রে দেখা যাবে শর্মিলা ঠাকুরকে। এই ছবির পরিচালক সুমন ঘোষ। শর্মিলা ঠাকুরের জামাইয়ের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত। এই ছবি নিয়ে আগ্রহের পারদ চড়ছে দর্শক মহলে। শুভমুক্তি 11 এপ্রিল, 2025।
যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান
দাশগুপ্ত দম্পতিও প্রস্তুত তাঁদের নতুন ছবি 'আড়ি' নিয়ে। চলছে শুটিং। ছবিতে মৌসুমী চট্টোপাধ্যায়কে দেখা যাবে যশ দাশগুপ্তর মায়ের চরিত্রে। একজন চিত্রনাট্যকারের ভূমিকায় দেখা যাবে নুসরত জাহানকে। যশ, নুসরতের প্রযোজনায় জিৎ চক্রবর্তীর পরিচালনায় আসবে এই ছবি। প্রথম দফার শুটিং সেরে মুম্বই ফিরে গিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ফের আসবেন জানুয়ারিতে। আসন্ন ইংরেজি বছরে বাংলার পয়লা দিনেই অর্থাৎ পয়লা বৈশাখে মুক্তি পাবে এই ছবি।