কলকাতা, 26 জুন:অশোক বিশ্বনাথন পরিচালিত বাংলা ছবি হেমন্তের অপরাহ্ন ট্রেলার সামনে এল। ছবিতে রয়েছে প্রেম, ক্ষতি এবং শিল্পের বিবর্তনের কথা । ভেঙে বললে, পৃথিবীতে কোভিড চলাকালীন জীবনের অনিশ্চয়তা, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উদ্বেগ-সহ বিশ্বে ঘটে চলা সমসাময়িক সময়ের একটি গতিশীল এবং নাটকীয় অনুসন্ধান। যা মানুষকে অন্য স্বাদ দেবে বলে দাবি পরিচালকের । ফিরিয়ে নিয়ে যাবে সেই সব দিনে, যে দিনগুলোয় মানুষ ভুগেছে চরম একাকীত্বে ও মৃত্যুভয়ে সন্ত্রস্ত হয়ে। 'হেমন্তের অপরাহ্ন' সিনেমার পরিচালক তথা প্রযোজক অশোক বিশ্বনাথন বলেন, "ছবির পটভূমিতে লকডাউন এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ভয়ঙ্কর ফলাফল নিয়ে কথা বলা হয়েছে।"
ছবির প্রযোজক অমিত আগরওয়ালের কথায়, "ছবির প্রযোজক হিসেবে আমি খুবই সন্তুষ্ট বোধ করছি । ছবিটির গল্প, তার বার্তা, সর্বোপরি অশোকদা যেভাবে ছবিটি পরিচালনা করেছেন তা আমার খুব পছন্দ হয়েছে । তাঁর আগের গুরুত্বপূর্ণ কাজগুলির মতো এই চলচ্চিত্রটিরও একই স্বাদ রয়েছে ৷ সঙ্গে রয়েছে একটি আশ্চর্যজনক বর্ণনা । এই ছবিটি যুবসমাজ এবং প্রবীণ সমাজের একটি বিশাল দর্শক মহলে বিশেষ করে থিয়েটার এবং চলচ্চিত্র প্রেমীদের কাছে পৌঁছবে। এটি একটি পারিবারিক চলচ্চিত্র ৷ এর মধ্যে প্রত্যেককে অনুপ্রাণিত ও প্রভাবিত করার মতো গল্প এবং বার্তা রয়েছে। অনেকদিন পর ছবির ট্রেলার এডিটর হিসেবে আমার কাজ করাটাও ছিল অসাধারণ অভিজ্ঞতা। আমি আশা করি দর্শকরা ট্রেলারটি পছন্দ করবেন এবং প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে আগ্রহী হবেন ।"
'হেমন্তের অপরাহ্ন' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায় । তিনি বলেন, "হেমন্তের অপরাহ্ন'র অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত ৷ এমন একটি চলচ্চিত্র যা জীবনের জটিলতাকে সুন্দরভাবে ধারণ করে এবং দর্শকদের সঙ্গে গভীরভাবে অনুরণিত হওয়ার প্রতিশ্রুতি দেয় ।" অভিনেত্রী অনুষা বিশ্বনাথন নিজের অভিনয় দক্ষতা দিয়ে এই মুহূর্তে টেলিভিশনে নিজের জায়গা গুছিয়ে নিয়েছেন । তিনি বলেন, "হেমন্তের অপরাহ্ন মানুষের আবেগ এবং সম্পর্কের গল্প বলে । আমি এই অসাধারণ ছবিতে আমার চরিত্রটিকে প্রাণবন্ত করতে পেরে সম্মানিত।"
'হেমন্তের অপরাহ্ন'র ট্রেলার লঞ্চে কলাকুশীলব (নিজস্ব ছবি) প্রসঙ্গত, 'হেমন্তের অপরাহ্ন' ছবির প্রযোজক অমিত আগরওয়াল এর আগে 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি' এবং কঙ্গনা রানাউত অভিনীত 'সিমরান'-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত 'রাহগির' নামে একটি ছবিও প্রযোজনা করেছেন, যা এখনও মুক্তি পায়নি। 'হেমন্তের অপরাহ্ন'র সঙ্গে তিনি আত্মিকভাবে জড়িয়ে গিয়েছেন।
এই ছবিতে অনুশা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায়ের পাশাপাশি কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়। বলিষ্ঠ পার্শ্ব চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। ছবিতে লৌকিক গানের সুর করেছেন গৌরব চট্টোপাধ্যায়। সিনেমাটোগ্রাফি করেছেন জয়দীপ ভৌমিক এবং সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অর্ঘ্যকমল মিত্র । আদর্শ টেলিমিডিয়া এবং এভি প্রোডাকশনের পক্ষে অমিত আগরওয়াল এবং অশোক বিশ্বনাথনের প্রযোজনায় ছবিটি আগামী 12 জুলাই বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।