পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কলকাতায় বি প্রাক, সুরের জাদুতে চড়ালেন উৎসবের পারদ - B PRAAK IN KOLKATA

বড়দিনের মুখে কলকাতায় উৎসবের পারদ আরও কয়েক গুণ চড়িয়ে দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা সুরকার বি প্রাক । তাঁর সুরের জাদুতে মাতল মহানগরী ৷

ETV BHARAT
কলকাতায় বি প্রাক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : 11 hours ago

কলকাতা, 22 ডিসেম্বর: শীতকাল মানেই দিকে দিকে নানা ধরনের অনুষ্ঠান । শহর কলকাতা ইতিমধ্যেই সেজে উঠেছে বড়দিনের সাজে । পাশাপাশি রয়েছে পৌষ পার্বণ উৎসব । এরই মাঝে এক শীতের সন্ধ্যায় কলকাতার মানুষকে সুরের জাদুতে ভরিয়ে দিলেন সঙ্গীতশিল্পী তথা সুরকার বি প্রাক ।

রবিবার পিসি চন্দ্র গার্ডেনে (গোল্ড একরস) আয়োজিত এক জমজমাট অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনিই । 'কলকাতা ওডিসি' শীর্ষক এই অনুষ্ঠান শুধুমাত্র একটি পারফরম্যান্স নয়, বরং সেখানে ছিল কলকাতার প্রতি শ্রদ্ধা নিবেদন । এই শহরে এসে বি প্রাক মহানগরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ।

বি প্রাকের সুরের জাদু মাতল কলকাতা (নিজস্ব ভিডিয়ো)

বি প্রাক এদিন শোনাতে ভোলেননি 'অ্যানিমাল' ছবির গান 'ম্যায় কিসি অর কা হুঁ ফিলহাল', 'রাব ভি খেল হ্যায় খেলে রোজ লাগাভে মেলে' এবং সাম্প্রতিক চার্টবাস্টার 'সারি দুনিয়া জালা দেঙ্গে'। এ ছাড়াও গানের তালিকায় ছিল বি প্রাকের নিজস্ব আরও গান । পিসি চন্দ্র গার্ডেনে এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । শিল্পীর কাছে আসতে থাকে একের পর এক অনুরোধ । সবার অনুরোধ রেখেছেন জনপ্রিয় শিল্পী । বি প্রাকের গানের তালে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা । গান, বাজনা এবং আলোর রোশনাইতে এক অন্য চেহারা নিয়েছিল পিসি চন্দ্র গার্ডেন ।

কলকাতার মানুষকে সুরের জাদুতে ভরালেন বি প্রাক (নিজস্ব চিত্র)
মহানগরীতে বি প্রাক (নিজস্ব চিত্র)

আয়োজক প্রণব জয়সওয়াল বলেন, "বি প্রাকের জন্য এত মানুষের ভিড় দেখে আমরা অভিভূত । 'কলকাতা ওডিসি' আমাদের জন্য একটি স্বপ্ন ছিল । আর সেটাকে সফল করার নেপথ্যে যাঁদের অবদান, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল । 'কলকাতা ওডিসি' শুধুমাত্র বি প্রাকের অসাধারণ প্রতিভাই তুলে ধরেনি, বরং মানুষকে একত্রিত করতে, তাঁদের স্মৃতি তৈরি করতে এবং কলকাতার সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান জানানোর পথ হিসেবে কাজ করেছে।"

সুরের জাদুতে শহর মাতালেন বি প্রাক (নিজস্ব চিত্র)
পিসি চন্দ্র গার্ডেনে জমজমাট অনুষ্ঠান (নিজস্ব চিত্র)

ABOUT THE AUTHOR

...view details