নয়াদিল্লি, 1 অক্টোবর: স্বনামধন্য গায়িকা আশা ভোঁসলের নামে এবার ফেক অ্যাকাউন্ট সোশাল অ্যাপ টিকটক-এ ৷ এমন ঘটনা সামনে আসার পরেই অনুরাগীদের সাবধান করেছেন পিয়া তু গায়িকা ৷ আশা ভোঁসলের নামে ফেক অ্যাকাউন্ট তৈরি হওয়ায় উদ্বিগ্ন অনুরাগীরাও ৷ পাশাপাশি, অভিনেতা তুষার কাপুরের ফেসবুক অ্যাকাউন্টও হ্যাকড হওয়ার অভিযোগ সামনে এসেছ ৷
সোমবার, আশা ভোঁসলের টিমের তরফ থেকে ইন্সটাগ্রাম স্টোরিতে টিকটিকের ফেক অ্যাকাউন্টের ছবি শেয়ার করে লেখা হয়, "সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেজির সকল অনুরাগীদের সাবধান ৷ শিল্পীর নামে ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে ৷ টিকটিক অ্যাপে লাইভ ও নানা গেম খেলা হচ্ছে ৷ নজর পড়লেই এই পেজ নিয়ে রিপোর্ট করুন ও শিল্পীর নাম রক্ষা করুন ৷" ফেক প্রোফাইলে দেখা গিয়েছে, বর্তমানে ইন্সটাগ্রামে যেমন ছবি ব্যবহার করেছেন শিল্পী তেমনটাই সেখানে ব্যবহার করা হয়েছে ৷
এই প্রোফাইল সামনে আসার পর মুহূর্তে পেজের ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে ৷ বায়োতে লেখা হয়, "অনলি অফিসিয়াল প্রোফাইল... আপনার আশা, সিঙ্গার সিন্স 1943 ৷" ফেক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা তখন 1300 ৷ বিষয়টি খুব তাড়াতাড়ি নজরে আসায় দ্রুত সমাধানের চেষ্টা করেছে আশা ভোঁসলের টিম ৷