পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কলকাতা থেকে কানাডা, মঞ্চে ফিরছেন গওহর জান; পরিবেশনে অর্পিতা - ARPITA CHATTERJEE

নাটক দিয়ে বিশ্ব ভ্রমণে অর্পিতা চট্টোপাধ্যায় ৷ গওহর জানকে মঞ্চে ফুটিয়ে তুলবেন তিনি ৷ 25 অক্টোবর থেকে শুরু হচ্ছে শো ৷

Arpita Chatterjee
গওহর জান নিয়ে মঞ্চে ফিরছেন অর্পিতা চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 22, 2024, 5:17 PM IST

কলকাতা, 22 অক্টোবর: বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় নাম অর্পিতা চট্টোপাধ্যায় । বহুগুণে গুণী বললে 100 ভাগ সত্যিই বলা হয় । নাচ, গান এবং অভিনয় ত্রিমুখী প্রতিভা তাঁর । দীর্ঘ তালিম নিয়েছেন উচ্চাঙ্গ সঙ্গীতের । উস্তাদ রশিদ খানের কাছে গানের তালিম নিয়েছেন অর্পিতা ৷ অনেকদিন পর মঞ্চে ফিরছেন তিনি ।

অর্পিতা চট্টোপাধ্যায় গওহর জানের জীবনকে ভিত্তি করে নাটক 'মাই নেম ইজ জান' নিয়ে মঞ্চে ফিরছেন । 25 (সন্ধে সাড়ে 7টা) ও 27 (সন্ধে সাড়ে 6টা) অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো অর্পিতার এই একক নাটকের । এ ছাড়াও দেশের নানা জায়গায়, এমনকি বিদেশেও এই শো করবেন তিনি ৷ 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত চলবে তাঁর শো ।

অর্পিতা চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)

22 নভেম্বর জার্মানি, 25 নভেম্বর অস্ট্রিয়ায় । এরপরে আগামী বছরের 18 এবং 19 জানুয়ারি দিল্লি, 24 জানুয়ারি হায়দরাবাদ, 13 এপ্রিল কানাডা । তারপর কলকাতা এবং আমেদাবাদেও শো করার কথা আছে অর্পিতার । তবে, তার দিনক্ষণ কিছুই ঠিক হয়নি এখনও । জোরকদমে 'জান' হয়ে ওঠার জন্য অনুশীলন করছেন অর্পিতা চট্টোপাধ্যায় । বাংলা, হিন্দি, ইংরেজি তিন ভাষাকেই গুরুত্ব দেওয়া হবে 'মাই নেম ইজ জান'-এ ।

প্রসঙ্গত, গওহর জানকে কেউ বলতেন শিল্পী, কেউ বা বাঈজি । তাঁকে যে নামেই ডাকা হোক না কেন, প্রথম গান রেকর্ড করা ভারতীয় শিল্পী হিসেবে তাঁর নামই উচ্চারিত হয় । 1873 সালে উত্তরপ্রদেশের আজমনগরে জন্ম গওহরের । জন্মসূত্রে তাঁর পাওয়া নাম ইলিন অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড । তাঁর মাতামহ ছিলেন ইংরেজ সৈনিক হার্ডি হেমিংস । রুক্মিণী নামে এক ভারতীয়কে বিবাহ করেন হার্ডি । তাঁদের কন্যা অ্যাডলিন ভিক্টোরিয়া হেমিংস ।

গওহর জানের ভূমিকায় মঞ্চে অভিনয় করতে দেখা যাবে তাঁকে (নিজস্ব ছবি)

অ্যাডলিন ভিক্টোরিয়া হেমিংস বিয়ে করেন রবার্ট উইলিয়াম ইওয়ার্ডকে । ভিক্টোরিয়া নাচ-গানে পারদর্শী ছিলেন । তাঁদেরই মেয়ে গওহর । 1879 সালে স্বামী রবার্টের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে ভিক্টোরিয়ার । একা মেয়েকে মানুষ করতে গিয়ে হিমশিম খান তিনি । সেই সময় অভিজাত এক মুসলিম খুরশিদের সঙ্গে আলাপ হয় এবং তাঁর হাত ধরেই বেনারস পাড়ি দেন ভিক্টোরিয়া । ধর্ম পরিবর্তন করে মেয়ের নাম রাখেন গওহর । নিজের নাম পালটে রাখেন মলকা জান । বাঈজি পাড়ায় পরিচিত হয়ে যান মলকা জান ।

1883 সালে মেয়েকে নিয়ে কলকাতায় চলে আসেন মলকা জান । মেটিয়াবুরুজে নবাব ওয়াজিদ আলি শাহের দরবারে পাকাপাকি জায়গা করে নেন নিজের ও মেয়ের । কলকাতাতেই সঙ্গীত এবং নৃত্যে হাতেখড়ি হয় গওহরের । ক্লাসিক্যাল হিন্দুস্তানি ভোকাল মিউজিক, কথকে তালিম নেন তিনি । ধ্রুপদী নৃত্য, রবীন্দ্র সঙ্গীত, বাংলা কীর্তন শেখেন । 'হমদম' ছদ্মনামে গজলও লিখতেন গওহর । এরপর 1887 সালে দ্বারভাঙা রাজের দরবারে প্রথমবার আত্মপ্রকাশ গওহরের । বেনারসেও দীর্ঘদিন প্রশিক্ষণ নেন ।

13 বছর বয়সে ধর্ষণের শিকার হন গওহর । কিন্তু তাতে ভেঙে পড়েননি তিনি । 1896 সালে প্রথমবার কলকাতায় অনুষ্ঠান করেন গওহর । সেই সময় গুজরাতি পার্সি থিয়েটার শিল্পী অমৃত কেশব নায়কের সংস্পর্শে আসেন । দু'জনের মধ্যে সম্পর্কও গড়ে ওঠে । কিন্তু 1907 সালে কেশবের মৃত্যু হয় । তার আগেই প্রাণ হারান মলকা জান ।

এহেন গওহরকে মঞ্চে ফের ফিরিয়ে আনছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় । বছর তিনেক আগেও এই শো করেছেন তিনি ৷ তখন শুধু বাংলাতেই পরিবেশিত হয় 'মাই নেম ইজ জান'। বাংলা বলতে ভাঙা বাংলা । কেননা গওহর জান পরিষ্কার বাংলা জানতেন না । গওহর জান হিসেবে তাঁর অভিনয় এবং গানের লাইভ শো সেই সময় নজর কাড়ে কলকাতাবাসীর । আগের সব গানের সঙ্গে এবার ইংরেজি গানও থাকবে ।

গোটা বিষয়টা অবন্তী চক্রবর্তীর ভাবনার ফসল, অর্পিতা সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সেই কথা । তিনি আরও বলেন, "থিয়েটার এমন একটা জায়গা যেখানে সব অভিনেতার একবার অন্তত পা রাখা উচিত ৷ আমি অনেকদিন ধরেই চাইছিলাম মঞ্চে ফিরতে । এবার আবার ফিরছি ।..." অর্পিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় ইটিভি ভারতের তরফে । তবে শেষ পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details