মুম্বই, 29 মে:আইপিএল শেষে একে একে কুড়ি-বিশের বিশ্বকাপ বৃত্তে ঢুকে পড়ছেন ক্রিকেটাররা ৷ ব্যতিক্রম নন বিরাট কোহলি ৷ আইপিএল প্লে-অফে রাজস্থানের কাছে হেরে ছিটকে যায় রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ সেই হারের গ্লানি ভুলে এবার টি20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন আইপিএলে কমলা টুপির মালিক ৷ বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে উড়ে যাবেন শীঘ্রই ৷ তার আগে মঙ্গলবার বন্ধুদের সঙ্গে একান্তে সময় কাটালেন সস্ত্রীক কোহলি ৷ মুম্বইয়ে মিস্টার অ্যান্ড মিসেস কোহলির সঙ্গী ছিলেন প্রাক্তন ফাস্ট বোলার জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগেও ৷ ছিলেন সঞ্চালক গৌরব কাপুর-ও ৷
মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় যান তারকা দম্পতি ৷ সেই ডিনার ডেটের ছবি-ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এদিন অনুষ্কাকে দেখা গিয়েছে সাদা রঙের শার্টের সঙ্গে স্টাইলিশ ট্রাউজারে ৷ বিরাটকে দেখা গিয়েছে কালো রঙের শার্ট এবং বেইজ রঙের ট্রাউজারে ৷ এদিন পাপারাৎজিদের সামনে তারকা দম্পতি পোজ না-দিলেও, বিশেষ মুহূর্তের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷ মূলত, দ্বিতীয় সন্তান আকায়ের জন্মের পর চলতি মাসে প্রথমবার একসঙ্গে সামনে আসেন বিরাট-অনুষ্কা ৷
ইতালি টু ফ্রান্স, লাক্সারি ক্রুজে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং! যোগ দিচ্ছেন আলিয়া-রণবীর-সলমন