পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'তুফান' ছবির 'উরা ধুরা' সোশালে ট্রেন্ডিং, সেনসেশনাল নারী কণ্ঠকে চেনেন? - DEBOSRIE ANTARA EXCLUSIVE INTERVIEW - DEBOSRIE ANTARA EXCLUSIVE INTERVIEW

Laage Ura Dhura Singer Debosrie Antara Speaks to ETV BHARAT: টুকটাক গান, সংবাদ সঞ্চালনা আর কর্পোরেট হাউসের চাকরি নিয়ে দিব্য চলছিল ৷ তবে চলতি বছর ঈদে 'তুফান' এসে গায়িকা দেবশ্রী অন্তরার জীবন ওলট-পালট করে দিয়েছে ৷ 'লাগে উরা ধুরা গান'-এ কণ্ঠ দিয়ে বাংলাদেশ ও ভারতে ঝড় তুলেছেন শিল্পী দেবশ্রী অন্তরা ৷ কেমন কাটছে নয়া সফরনামা, এক্সক্লুসিভ শুনলেন ইটিভি ভারতের পারমিতা কামিলা ৷

Laage Ura Dhura Singer Debosrie Antara
শিল্পী দেবশ্রী অন্তরা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 7:30 PM IST

Updated : Jul 14, 2024, 12:49 PM IST

হায়দরাবাদ, 13 জুলাই: 'তুমি কোন দেশের মাইয়া গো?...' প্রথমে তাঁর নামটা শুনলে অনুরাগীদের মনে এই প্রশ্নটাই আসছিল ৷ রাইহান রফি পরিচালিত 'তুফান' 17 জুন মুক্তি পেয়েছে বাংলাদেশে ৷ ছবির বক্সঅফিস সাফল্যের পাশাপাশি, গানের জগতে 'উরাধুরা' গেয়ে নজর কেড়েছেন নতুন এক তন্বী ৷ তিনি অন্তরা রায় চৌধুরী ওরফে দেবশ্রী অন্তরা ৷ একটা গান কীভাবে বদলে দিল তাঁর জীবন? একান্ত সাক্ষাৎকারে শুনল ইটিভি ভারত ৷

মুখোমুখি অন্তরা (ইটিভি ভারত)

কীভাবে এল এই সুযোগ? প্রশ্নের জবাবে অন্তরা জানান, ওপার বাংলায় টুকটাক গানের কারণে তাঁর কন্ঠস্বর চেনেন অনেকেই ৷ একদিন গায়ক প্রীতম তাঁকে স্টুডিয়োতে ডাকেন ৷ প্রীতম তাঁকে জানান, গানে চার লাইন কণ্ঠ যাবে তাঁর ৷ চলচ্চিত্রে প্রথম গান, তাই আর না করেননি ৷ এভাবেই আন্তর্জাতিক সেনসেশন হয়ে উঠেছেন দেবশ্রী অন্তরা ৷

গানের দুনিয়ায় থেকে অরিজিৎ সিং-এর মতো মাটির মানুষ হতে চান তিনি ৷ নায়ক শাকিব খানের পাশাপাশি পছন্দ করেন অভিনেতা দেবকেও ৷ আবার উত্তম কুমার তাঁর ভালোবাসার মানুষ ৷ বেঁচে থাকলে তাঁকেই বিয়ে করতেন বলে মত গায়িকা অন্তরার ৷ প্রেমে আঘাত পেয়েছেন ৷ সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভাগ করে নিয়েছেন অন্তরা ৷

  • গায়িকা দেবশ্রী অন্তরার পুরো সাক্ষাৎকার দেখতে ক্লিক করুন...

ওপার বাংলার ছবি তুফান এপার বাংলায় মুক্তি পেয়েছে 5 জুলাই ৷ বাংলাদেশের হ্যান্ডসাম অভিনেতা শাকিব খান ও এপার বাংলার মিষ্টি অভিনেত্রী মিমি চক্রবর্তীর কেমিষ্ট্রি পর্দায় জমে ক্ষীর ৷ ছবির পাশাপাশি প্রতিটি গান আলাদা করে দর্শক দরবারে নজর কাড়ে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয় প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গান 'লাগে উরা ধুরা' ৷ রিল থেকে রিলসে ভাইরাল 'লাগে উরাধুরা' গান ৷ ইউটিউবে বিশ্বব্যাপী সেরা গানের তালিকার প্রথম চারে জায়গাও করে নেয় এই গান ৷

অন্তরার জন্ম ঢাকাতেই ৷ গ্রামের বাড়ি চাঁদপুরে ৷ তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপনাও করেন ৷ তখন তিনি অন্তরা রায় চৌধুরী ৷ তবে গানের দুনিয়ায় নিজের নাম রাখতে চেয়েছিলেন ভিন্ন ৷ ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা অন্তরার ৷ সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরীর গান শুনে বড় হয়েছেন ৷ গান শিখেছেন ছায়ানটে ৷ টিভি-রেডিয়োতে ভয়ের আর্টিস্ট হিসাবে কাজ করেছেন ৷ এমনকী, হাবিব ওয়াহিদের সঙ্গে 'প্রেমে পড়া মন' ও 'মন বোঝে না' গান দারুণ জনপ্রিয় হয় ৷

Last Updated : Jul 14, 2024, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details