হায়দরাবাদ, 18 নভেম্বর: সিনেমার পর্দায় তিনি হার মেনেছিলেন সাতদিনের জ্বরের কাছে ৷ এবার তিনি হার মানলেন মারণ রোগ ক্যানসারের কাছে ৷ প্রয়াত হয়েছেন সত্যজিৎ রায়ের ছবির নায়িকা ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 'পথের পাঁচালি'র দুর্গা অর্থাৎ উমা দাশগুপ্ত ৷ নিভৃতে থেকেই পর্দার দুর্গা চলে গেলেন বলে জানালেন পরিচালক অনীক দত্ত ৷
2022 সালে তিনি পরিচালনা করেন 'অপরাজিত' ৷ জীতু কমল, সায়নী ঘোষ অভিনীত ছবিতে অনৌষা বিশ্বনাথনকে দেখা গিয়েছে দেবী চরিত্রে ৷ অর্থাৎ সত্যজিৎ রায়ের দুর্গাকে দেবী চরিত্রে তুলে ধরেন পরিচালক অনিক ৷ পর্দার দুর্গা অর্থা উমা দেবীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন পরিচালক ৷
'অপরাজিত' ছবি তৈরি করার সময় উমা দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কি না, এই বিষয়ে পরিচালক বলেন, "দুর্ভাগ্যবশত, আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি অপরাজিত করার সময় ৷ খুব চেষ্টা করেছিলাম আমরা ৷ উনি নিভৃতে থাকতে চেয়েছিলেন ৷ ওনার এক ঘনিষ্ঠের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ৷ তিনিই জানিয়েছিলেন উমা দেবী লাইম লাইটে আসা বা কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইতেন না ৷ সুতরাং, কিছু শুনে, কিছুটা বই পড়ে অপরাজিত ছবিতে দেবী চরিত্র করতে হয়েছে ৷ ওঁনার সঙ্গে কথা বলা হয়নি ৷"
পরিচালক আরও বলেন, "বিজয় রায়ের বইতে রয়েছে উনি কীভাবে সত্যজিৎ রায়ের ছবির জন্য অডিশন দিতে এসেছিলেন৷ আবার এই তথ্য খণ্ডন করেছেন আরও একজন ৷ নানা জনের কাছ থেকে নানা কথা আমরা শুনেছি ৷ সরাসরি শিল্পীর সঙ্গে কথা বললে সুবিধা হয় ৷ কিন্তু আমাদের সেই সুযোগ হয়নি ৷ তাছাড়া এই বিষয়ে উনি খুব একটা উৎসাহী ছিলেন না ৷ ফলে আমরা ওঁনাকে জোর করিনি ৷ উনি খুব নিঃশব্দে চলে গেলেন ৷"
'অপরাজিত' ছবিতে অনৌষা বিশ্বনাথনকে দেখা গিয়েছে 'দেবী' চরিত্রে ৷ অর্থাৎ দুর্গার চরিত্র 'অপরাজিত' ছবিতে পর্দায় তুলে ধরেন অনৌষা ৷ সত্যজিৎ রায়ের দুর্গাকে দেবী রূপে কীভাবে কল্পনা করেছিলেন? পরিচালক অনিক বলেন, "আমার এই চরিত্র নিয়ে কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা ছিল ৷ খালি একরকম দেখলেই হবে না ৷ ওই ধরনের ব্যক্তিত্বও থাকা দরকার ৷ আমি জানতাম, অনৌষার সঙ্গে উমা দেবীর পুরোপুরি মিল নেই ৷ একটু অন্যরকম দেখতে কিছুটা ৷ যতটা কাছে আনা যায় ৷ কিছু কিছু ক্ষেত্রে স্বার্থকতা এসেছে ৷ আবার কিছু কিছু ক্ষেত্রে খুশি হতে পারিনি ৷ বরং অপু চরিত্রটাকে অনেকটা কাছাকাছি আনা গিয়েছিল ৷ অনৌষাকে ওর মতো করে দেবী চরিত্রে মানিয়েছে ৷"
শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা জীতু কমল ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "“পথের” ধারে রইলে না আর চললে তুমি “রায়” এর দেশে। সৃষ্টি তোমার অনন্তকাল, রইবে মোদের “পাঁচালী” তে॥"