হায়দরাবাদ: চলতি মাসেই বাজারে এসেছে স্কোডার কমপ্যাক্ট এসইউভি Kylak ৷ এবার এই মডেলটিতে হাইব্রিড ইঞ্জিন ব্যবহারের ইঙ্গিত পাওয়া গিয়েছিল ৷ এবার স্কোডা অটো ইন্ডিয়া ভারতে বিদ্যুৎ ইলেক্ট্রিক পাওয়ারট্রেন এবং আইসিই- বিকল্প ইঞ্জিন তৈরি করার কথা ঘোষণা করল ৷ হাইব্রিড প্রযুক্তির সিএনজি ইঞ্জিনস তৈরি কথা উল্লেখ করা হয়েছে সংস্থার তরফে ৷ গাড়িতে সিএনজি-র ব্যবহার বাড়াতে এই উদ্যোগ ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, গাড়ি প্রস্তুত কারক এই সংস্থার কাছে রয়েছে 1.5 লিটারের TSI ইঞ্জিন ৷ যার যান্ত্রিক অংশগুলি বাইরে থেকে আমদানি করা হয়৷ কিন্তু 1 লিটারের যে সমস্ত ইঞ্জিন ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ৷ এই ইঞ্জিনগুলি সিএনজি চালিত হবে ৷ ভারতের জন্য হাইব্রিড প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন ব্যবহারের কথা ঘোষণা করা হচ্ছে ৷
তথ্য অনুসারে, ইউরোপীয় বাজারগুলিতে স্কলা এবং সিটিগো-র মতো কমপ্যাক্ট হ্যাচব্যাক মডেলের গাড়ি রয়েছে যা স্কোডার ৷ এগুলি জি-টিইসি সিএনজি চালিত ইঞ্জিনে চলে । ভারতে সিএনজি চালিত ইঞ্জিন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি ৷ সংস্থার কুশক মডেল মডেলটির উপর পরীক্ষা নীরিক্ষা করা হয়েছে ৷ তবে এটিতে সিএনজি চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কি না তা নিয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি ৷
স্কোডা-র তরফে উল্লেখ কার হয়েছে, স্কোডার কমপ্যাক্ট এসইউভি Skoda Kylaq-এ সিএনজি চালিত ইঞ্জিন ব্যবহারের চেষ্টা করা হচ্ছে ৷ এই প্রচেষ্টা সফল হলে Maruti Fronx, Maruti Brezza, Maruti Baleno, Toyota Taisor থেকে শুরু করে Toyota Glanza-র সঙ্গে অনায়াসেই টক্কর দিতে পারবে ৷ সিএনজি চালিত গাড়িগুলির মধ্য়ে Tata Punch থেকে শুরু করে Hyundai Exter বাজারে সাড়া ফেলে দিয়েছে , এক প্রকার শীর্ষস্থানে রয়েছে ৷ তবে ঠিক কবে থেকে স্কোডার এই সিএনজি চালিত গাড়ি বাজারে আসবে তা এখনও জাানানো হয়নি ৷