কলকাতা, 18 নভেম্বর: সত্যজিৎ রায় পরিচালিত 'পথের পাঁচালী' ছবির 'দুর্গা' উমা দাশগুপ্ত প্রয়াত হয়েছেন। বাঙালির মনে দুর্গা বেঁচে থাকবে চিরকাল। পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় 2021 সালে মুক্তি পায় অপু ট্রিলোজির সিক্যুয়েল 'অভিযাত্রিক'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'অপরাজিত' উপন্যাসের শেষভাগ নিয়েই এই ছবি তৈরি করেছেন শুভ্রজিৎ ।
'অপুর সংসার'-এর শেষে কাজল ও অপুর মধ্যে ভাব দেখানো হয় । আর ঠিক সেই জায়গা থেকেই শুরু হয় 'অভিযাত্রিক'। এই ছবির হাত ধরেই 60 বছর পর বাঙালি দর্শকের সামনে এসেছে অপু। ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করেন অর্জুন চক্রবর্তী। 'পথের পাঁচালী' এবং দুর্গাকে ঘিরে তাঁর নানা কথা শুনে নিল ইটিভি ভারত।
অর্জুন চক্রবর্তী বলেন, "প্রথম যখন 'পথের পাঁচালী' দেখি তখন আমার বয়স 10 কি 11। তখন বোঝার ক্ষমতা ছিল না 'পথের পাঁচালী'। বুঝতে পারিনি কেন ছবিটা এত জনপ্রিয়, কেন এই ছবিটাকে নিয়ে এত মাতামাতি? কেন ছবিটা সত্যজিৎ রায় তৈরি করেছিলেন? কোনও বিষয়েও বোধ ছিল না। সিনেমা জিনিসটাই বুঝতাম না। এরপরে একটু উঁচু ক্লাসে পাঠ্য বইতে পড়ার পর আবার আগ্রহ নিয়ে দেখার পর বুঝতে পারি এর গভীরতা। তখন দারুণ লাগে। মাস কমিউনিকেশন পড়ার সময় এবং ইন্ডাস্ট্রিতে আসার পর বুঝতে পারি সিনেমা এবং অবশ্যই 'পথের পাঁচালী'র মাহাত্ম্য। আমার সৌভাগ্য হয়েছে যে আমি 'অভিযাত্রিক'-এ অভিনয় করেছি। তখন অন্তর থেকে আরও অনুভব করলাম অপু এবং দুর্গাকে।"
অর্জুন আরও বলেন, "আমাদের ছোটবেলাগুলো চলে যাচ্ছে। মানুষগুলো যখন ছিলেন তখন তাঁদের কতটুকু গুরুত্ব দিয়েছি আমরা? যতটা সম্মান পাওয়ার কথা ছিল উমা দাশগুপ্তর মতো মানুষদের ততটা সম্মান কি আমরা দিতে পেরেছি তাঁদের? একবারও খোঁজ নিয়েছি উনি কেমন আছেন? কীভাবে আছেন? মারা গেলেই আমরা ওঁদের নিয়ে কথা বলি, কত লেখালিখি হয়। এগুলো খুব খারাপ লাগে আমার। প্রত্যেক সপ্তাহেই একটা না একটা দুঃসংবাদ আসছে। কয়েকদিন আগে মনোজ মিত্র চলে গেলেন। ওই যে বললাম ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে আমাদের।..."