পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

খুদে রাহার সঙ্গে হাত মেলালেন অনন্ত, তিন খান থেকে দীপবীরের নাচে জমজমাট প্রি-ওয়েডিং - রাহা কাপুর

Raha meets Anant Ambani: বড়দিনের উপহার হিসাবে রণবীর কাপুর-আলিয়া ভাট প্রকাশ্যে আনেন তাঁদের মেয়ে রাহা কাপুরকে ৷ তারপর থেকে কিউট কাপুর কন্যা নেটদুনিয়ায় ভালোবাসা কুড়িয়ে নিয়েছে ৷ ব্যতিক্রম হল না অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনিতেও ৷ খুদে তারকা কন্যা জিতে নিল সকলের মন ৷

Raha meets Anant Ambani
খুদে রাহার সঙ্গে হাত মেলালেন অনন্ত

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 6:20 PM IST

হায়দরাবাদ, 3 মার্চ:বিগত কয়েকদিন ধরেই অম্বানি পরিবার খবরের শিরোনামে ৷ পরিবারের ছোট ছেলে অনন্ত অম্বানি বিয়ে করতে চলেছেন দীর্ঘদিনের বন্ধু রাধিকা মার্চেন্টকে ৷ 12 জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মুকেশ-নীতা অম্বানির ছেলে অনন্ত অম্বানি ৷ পাত্রী শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা ৷ তারআগে জমে উঠেছে হবু বর-কনের প্রি-ওয়েডিং সেরেমনি ৷ একের পর এক ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এবার অনন্যান্য তারকাদের পাশাপাশি নজর কাড়লেন রণবীর কাপুর-আলিয়া ভাটের কন্যা রাহা কাপুর ৷ মিষ্টি রাহার সঙ্গে পরিচয় সারলেন অনন্ত ৷ যে ভিডিয়ো এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল ওয়ালে ৷

প্রি-ওয়েডিং সেরেমনির দ্বিতীয় দিনও ছিল জমকালো ৷ এদিনের ফোকাস ছিল প্রকৃতি ও ঐতিহ্যের উপরে ৷ দিনটা শুরু হয় অম্বানির ওয়ার্ল্ডলাইফ রেসকিউ সেন্টার থেকে ৷ এদিন আউটফিট থিম ছিল 'জঙ্গল ফিভার' ৷ সেই অনুষ্ঠানেই মেয়ে রাহাকে কোলে নিয়ে উপস্থিত হন মা আলিয়া ৷ খুদে তারকা কন্যাকে দেখে তার সঙ্গে পরিচয় করতে আসেন অনন্ত অম্বানি ৷ দুজনের মিষ্টি কথোপকথন ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ এদিন রাহা ও আলিয়াকে দেখা যায় একই রঙের পোশাকে ৷ গ্ল্যামারাস এই অনুষ্ঠানে আলাদা করে নজর কাড়েন কিউট রাহা কাপুর ৷

ইতিমধ্যেই জঙ্গল থিমের একাধিক ভিডিয়ো এসেছে সামনে ৷ সেখানে মেটা অধিকর্তা মার্ক জুকেরবার্গ থেকে শুরু করে একাধিক বিদেশি শিল্পপতিদের আলাপচারিতা করতে দেখা যায় অনন্তকে ৷ পাশাপাশি, বলিউড তারকাদের জঙ্গল থিম লুক ছিল স্টাইলিশ ও ফ্যাশনেবল ৷ এরপর রাতের অনুষ্ঠান ছিল মেলা রুজ ৷ সেখানে নাচে-গানে জমজমাট ছিল অনুষ্ঠান ৷ সলমন খান, আমির খান, শাহরুখ খান-সহ একাধিক বলিউড তারকাদের মঞ্চ মাতাতে দেখা যায় ৷ ভাইরাল হয় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের নাচও ৷

তিন খানের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে দেখা গিয়েছে, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, করিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর ও আলিয়া ভাট-সহ দেশ-বিদেশের একাধিক বিজনেজ টাইকুন ও খেলোয়াড়রা ৷

ABOUT THE AUTHOR

...view details