মুম্বই, 5 মার্চ:অনন্ত রাধিকার প্রি-ওয়েডিং পর্ব ইতিমধ্যেই সাড়া ফেলেছে ৷ 1থেকে 3 মার্চ পর্যন্ত শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের 'হেভিওয়েট' অতিথিরা ৷ বিশ্বের ধনীব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত ব্যবসায়ী মুকেশ আম্বানি সম্প্রতি তার কনিষ্ঠ পুত্র অনন্ত এবং রাধিকা প্রি-ওয়েডিং অনুষ্ঠানে বিপুল পরিমাণ টাকা খরচ করেছেন ৷ বিদেশি তারকারা রিহানাকে পারফর্মের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক দিয়েছেন । অনুষ্ঠানের শুরু থেকে নজরে এসেছে খরচের বহর ৷ সেই তালিকায় অনন্ত অম্বানির বিলাসবহুল ঘড়িও বাদ যায়নি ৷ যার দাম জানলে যে কারও পায়ের নিচ থেকে মাটি সরে যাবে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 2021 সালে আত্মপ্রকাশ করেছিল এই ঘড়ি প্রস্তুতকারক সংস্থা। এই ঘড়িটি শুধুমাত্র রুবি এবং উজ্বল নীল রঙের হয়। অনন্তের পরা ঘড়িটিতে একটি 40.5 মিলি মিটার ডায়ালের ৷ ডায়ালের রঙ গ্রেডিয়েন্ট ধূসর ৷ সারা বিশ্বে এই ধরনের ঘড়ি খুব কমই আছে । এই সুইডিশ সংস্থার ঘড়ির সম্ভার খুব বেশি নেই ৷ এই সংস্থার ঘড়ির দাম 80 হাজার মার্কিন ডলার থেকে 1 মিলিয়ন ৷ প্রি-ওয়েডিংয়ে এই রকমই একটি ঘড়ি পড়তে দেখা গিয়েছে অনন্ত অম্বানিকে ৷
ফেসবুক তথা মেটার প্রতিষ্ঠাতা জুকারবার্গের স্ত্রী-কেও দেখা গিয়েছে অনন্তের ঘড়ির প্রতি আকৃষ্ট হতে ৷ কৌতুহল চেপে রাখাতে না পেরেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান অনন্ত অম্বানির ঘড়িটির বিষয়ে জানতে চান ৷ তার উত্তরে মুকেশ পুত্র জানান ঘড়িটির দাম 17 হাজার 610 কেটি মার্কিন ডলার ৷ এটি সুইডিশ সংস্থা রিচার্ড মিল (Richard Mille) প্রস্তুত কারক ৷ জুকারবার্গকেও বলতে শোনা যায় এই ঘড়িটি সত্যিই খুব সুন্দর ৷ মার্ক, প্রিসিলা এবং অনন্তের এই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
অনন্তের ঘড়ির মূল্য কত?