মুম্বই, 16 এপ্রিল:মেগাস্টার অমিতাভ বচ্চনকে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে মঙ্গেশকর পরিবার ৷ এই পরিবার এবং ট্রাস্ট লতা মঙ্গেশকরের স্মরণে এই পুরষ্কার দিয়ে থাকে ৷ 2022 সালের 6 ফেব্রুয়ারি প্রয়াত হন সুরসম্রাজ্ঞী ৷
81 বছরের বলিউড অভিনেতা আগামী 24 এপ্রিল থিয়েটার ও সঙ্গীতশিল্পী দীনানাথ মঙ্গেশকরের স্মৃতি দিবসে এই স্বীকৃতি পাবেন । লতা দীনানাথ মঙ্গেশকর পুরষ্কার প্রতি বছর এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়, যিনি জাতি ও সমাজের প্রতি তাঁর বিশেষ অবদান রেখেছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুরস্কারের প্রথম প্রাপক ৷ তারপরে 2023 সালে লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে এই পুরস্কার পান ।
মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীতশিল্পী এ আর রহমান মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাবেন । সমাজসেবার ক্ষেত্রে অবদানের জন্য অলাভজনক সংস্থা দীপস্তম্ভ ফাউন্ডেশন মনোবলকেও এই পুরস্কার প্রদান করা হবে ৷
অন্যদিকে, মালহার ও বজ্রেশ্বরী প্রযোজিত অষ্টবিনায়ক প্রকাশিতের 'গালিব' বছরের সেরা নাটক হিসেবে স্বীকৃতি পাবে । মারাঠি লেখক মঞ্জিরি ফাড়কে সাহিত্যে অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার (বাগবিলাসিনী পুরস্কার) পাবেন, আর অভিনেতা রণদীপ হুডা সিনেমায় অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হবেন । প্রবীণ অভিনেতা অশোক সরাফ এবং পদ্মিনী কোলহাপুরে সিনেমায় তাঁদের অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন ।