হায়দরাবাদ, 13 অগস্ট:গতবছর চোখের জলে কেবিসি সেটকে বিদায় জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' যে সিনিয়র বচ্চনের মনের খুব কাছের ভিডিয়ো বার্তায় ছিল স্পষ্ট ৷ সেই শো নিয়ে চলতি বছর আবারও বিগবি ফিরলেন টেলিভিশিনের পর্দায় ৷ সোমবার সম্প্রচারিত হয়েছে কেবিসি 16 সিজনের প্রথম পর্ব ৷ সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে ঠিক রাত ন'টায় হটসিটে বসলেন প্রতিযোগীরা ৷ সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন সিজনের জার্নি শুরু করলেন মেগাস্টার অমিতাভ ৷
এদিন শোয়ের প্রথম পর্বে দেখা যায়, কেবিসি সেটে অমিতাভ ঢুকতেই দর্শকরা হাততালি দিয়ে অভ্যর্থনা জানান ৷ এরপর সিটে বসে অমিতাভ হিন্দিতে স্বাগত বার্তা জানান উপস্থিত দর্শক ও পর্দার এপারের দর্শকদের ৷ ক্যামেরার দিকে তাকিয়ে বিগ বি বলেন, "আজ থেকে নতুন সিজন শুরু হল ৷ আজ আমি একটু কম কথা বলব ৷ কারণ আমার কোনও শব্দই যথেষ্ট নয় আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানোর ক্ষেত্রে ৷"