মুম্বই, 4 অগস্ট: গুঞ্জন তো চলছিল বেশকিছু দিন ধরে ৷ তাঁদের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে, তা কিছুতেই স্পষ্ট বোঝা যাচ্ছে না। বেশকিছু সূত্র মারফত জানা যাচ্ছিল, অমিতাভ পুত্র অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই আলাদা থাকেন ৷ মেয়ে আরাধ্যা থাকেন মায়ের সঙ্গেই ৷ সম্প্রতি, বিগ-বি পরিবার-সহ যখন অম্বানিদের বিয়েতে গিয়েছিলেন তখনও আরাধ্যা ও ঐশ্বর্যকে তাঁদের সঙ্গে দেখা যায়নি ৷ আলাদা দেখা গিয়েছিল মা ও মেয়েকে ৷ কিন্তু অবশেষে বচ্চন পরিবারে সম্পর্ক বিচ্ছেদের খবর সামনে এল ৷
বচ্চন পরিবারে বিচ্ছেদ ! এবার কি আলাদা থাকার খবর জানিয়ে দিলেন অভিষেক-ঐশ্বর্য ? - Amitabh Bachchan Family - AMITABH BACHCHAN FAMILY
Breakup in Bachchan Family: অমিতাভ বচ্চনের পরিবারে সম্পর্ক ভাঙনের খবর ৷ মাঝে মাঝেই বলিউডের শাহেনশা'র পরিবারে ঘরোয়া অশান্তি নিয়ে জল্পনা শোনা যায়। এবার জানা গেল, অমিতাভ বচ্চনের পরিবারের এক সদস্যের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে। তাহলে কি অভিষেক-ঐশ্বর্য'র ডিভোর্স হয়ে গেল?
![বচ্চন পরিবারে বিচ্ছেদ ! এবার কি আলাদা থাকার খবর জানিয়ে দিলেন অভিষেক-ঐশ্বর্য ? - Amitabh Bachchan Family Breakup in Bachchan Family](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-08-2024/1200-675-22123702-thumbnail-16x9-ll.jpg)
Published : Aug 4, 2024, 11:38 AM IST
|Updated : Aug 4, 2024, 12:35 PM IST
সম্পর্কের ভাঙন ধরেছে নভ্যা নভেলি নন্দার ৷ অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চনের একমাত্র কন্যা নভ্যা নভেলি। জানা গিয়েছে, 2022 সাল থেকে 'গাল্লি বয়', 'গেহরাইয়াঁ' খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তাঁর প্রেম সম্পর্ক শুরু হয়। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, নিজেদের এই সম্পর্কে ইতি টেনেছেন নভ্যা ও সিদ্ধান্ত। বিচ্ছেদের পরও নাকি তাঁরা বন্ধুত্ব রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এমনই জানিয়েছে তারকা জুটির ঘনিষ্ঠ সূত্র। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি অমিতাভ নাতনি ও সিদ্ধান্ত। আবার বিচ্ছেদের গুঞ্জনেও তাঁদের মুখে কুলুপ।
নভ্যা নভেলি নন্দা এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে কখনও পার্টিতে কখনও বাড়িতে দেখা যেত। একবার তিনিও এসেছিলেন শ্বেতা নন্দার জন্মদিনের পার্টিতে। একবার তাঁকে গোয়া বিমানবন্দরেও দেখা গিয়েছিল। তাঁদের এই সম্পর্ক ভাঙনের খবরে নেটপাড়াও দূরত্ব লক্ষ্য করেছেন তারকা জুটির মধ্যে। বর্তমানে নভ্যা নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ও পডকাস্টের কাজ নিয়ে ব্যস্ত। অন্য়দিকে, সিদ্ধান্ত ব্যস্ত 'ধড়ক 2' সিনেমার কাজ নিয়ে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরি ৷