পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অগ্রিম বুকিংয়ে অজয়ের ময়দানকে ছাঁপিয়ে গেল অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ - Advance Booking - ADVANCE BOOKING

Advance Booking Battle: ঈদে আসছে বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ ও ময়দান ৷ ইতিমধ্যে অগ্রিম বুকিং শুরু হয়েছে ছবি দুটির ৷ উভয় ছবিই অগ্রিম বুকিংয়ে ভালো সাড়া ফেলেছে। তবে অগ্রিম বক্স অফিস কালেকশনে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ অজয় ​​দেবগনের ময়দান সিনেমাকে পিছনে ফেলেছে ৷

Advance Booking
Advance Booking

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 4:11 PM IST

Updated : Apr 9, 2024, 5:46 PM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল: ঈদে জোর টক্কর হতে চলেছে বক্স অফিসে ৷ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে দুটি বিগ বাজেট ফিল্ম ৷ একটি হল অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং অন্যটি অজয় দেবগনের ময়দান ৷ উভয় ছবিরই শনিবার থেকে অগ্রিম বুকিং শুরু হয়েছে ৷ রিলেজের আগেই দুর্দান্ত সাড়া ফেলেছে বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ ও ময়দান । তবে টিকিট বিক্রির দিকে তাকালে অনেকটাই এগিয়ে রয়েছে অক্ষয় কুমারের ছবি ৷

টিকিট বিক্রি:বক্স অফিসের কালেকশন বলছে, ইতিমধ্যে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর 11 হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে ৷ সারা দেশে তিন হাজার শো দেখানো হবে এই ফিল্মের । অন্যদিকে ময়দান ছবির টিকিট বিক্রি হয়েছে 9 হাজারেরও বেশি এবং 2700টিরও বেশি শো দেখানো হবে বলে আশা করা হচ্ছে ।

অগ্রিম বুকিং থেকে আয়:বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ 27.8 লক্ষ টাকা নিজের ঝুলিতে ভরেছে ৷ সেখানে ময়দানের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে 20.76 লক্ষল টাকার । অক্ষয় ও অজয় অভিনীত উভয় ছবিই 11 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷ যদিও এর আগে ছবি দুটি 10 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ৷ তবে যেহেতু ঈদ 11 এপ্রিল পড়েছে তাই মুক্তির তারিখ পরিবর্তন করে ওইদিন করা হয়েছে ।

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং ময়দান ফিল্মের সমস্ত স্ক্রিনিং 10 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে শুরু হবে । 11 এপ্রিল ঈদকে ছবির আনুষ্ঠানিক মুক্তির দিন হিসাবে বিবেচনা করে সন্ধ্যা 6টার আগে শোয়ের জন্য বুক করা টিকিট ফেরত দেওয়া হবে । 3 ঘণ্টা এবং 1 মিনিটের সিনেমা ময়দান ৷ কোন কাটছাট ছাড়াই ময়দানকে অনুমোদন দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন । তবে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ক্ষেত্রে কিছু জিনিস বদলের নির্দেশ দিয়েছে সিবিএফসি ৷ যার ফলে এই ছবির রানটাইম কমে 2 ঘণ্টা এবং 44 মিনিটে দাঁড়িয়েছে । ফিল্মটিকে আরও আট মিনিট কাটার পরিকল্পনা রয়েছে, যার পরে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর চূড়ান্ত রানটাইম 2 ঘণ্টা 35 মিনিট হবে ।

আলি আব্বাস জাফর পরিচালিত এবং বাশু ভাগনানির পূজা এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিতে অক্ষয় টাইগার ছাড়াও অভিনয় করেছেন আলায়া এফ, পৃথ্বীরাজ সুকুমারন এবং মানুষী চিল্লার । অন্যদিকে ময়দান সিনেমা পরিচালনা করেছেন অমিত শর্মা এবং প্রযোজনার রয়েছে জি স্টুডিওস ৷ এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রিয়ামণিকে ।

আরও পড়ুন:

  1. বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর স্টাইলে অক্ষয়কে এপ্রিল ফুল করলেন টাইগার শ্রফ
  2. 'রিটেক চেয়ে আমায় সরি বলেছিলেন অজয় স্যর', ময়দান নিয়ে আবেগতাড়িত আরিয়ান
  3. অক্ষয়-টাইগারের দুরন্ত অ্যাকশন, ট্রেলারেই বাজিমাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর
Last Updated : Apr 9, 2024, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details