ETV Bharat / state

পুলিশ সেজে সহযোগিতার নামে ছিনতাই ! স্কুল শিক্ষিকার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের - CHAIN SNATCHING

অভিযোগ, বাইকে করে এসে সতর্ক করার নামে হাতের চুরি ও বালা খুলে রাখার পরামর্শ ! গয়না ব্যাগে খুলে রাখতেই, তা ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা ৷

CHAIN SNATCHING
পুলিশ সেজে সহযোগিতার নামে ছিনতাইয়ের অভিযোগ আলিপুরদুয়ারে ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2025, 9:36 PM IST

আলিপুরদুয়ার, 8 ফেব্রুয়ারি: পুলিশ সেজে স্কুল শিক্ষিকার গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠল ৷ শনিবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ার নিউটাউনের মহাকাল এলাকায় ৷ ছিনতাইকারীদের থেকে সতর্ক করার নামে ওই শিক্ষিকার সোনার গয়না লুঠ করার অভিযোগ উঠেছে ৷

রাজাভাতখাওয়া হাই স্কুলের শিক্ষিকা ঝুমা কর অভিযোগ করেছেন, "আমি সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা দিই ৷ স্কুলে যাব বলে তাড়াহুড়োয় ছিলাম ৷ পিছন থেকে বাইকে করে করে দু’জন আসেন ৷ ওঁরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেন ৷ আই কার্ড বের করেও দেখান ৷ কিন্তু, ঠিকভাবে সেটা দেখতে পারিনি ৷ আমাকে বলে এলাকায় ছিনতাইবাজরা ঘুরছে ৷ আমি যাতে হাত ও গলায় থাকা গয়না ব্যাগে খুলে রাখি ৷"

পুলিশ সেজে সহযোগিতার নামে ছিনতাইয়ের অভিযোগ আলিপুরদুয়ারে ৷ (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "সেখানে আরেকজন ছিল ৷ সে-ও নিজের হাতের আংটি খুলে ব্যাগে ঢুকিয়ে নেয় ৷ আমি সেটা দেখে হাতের চুরি আর গলার হার খুলে ব্যাগে ঢুকাই ৷ তখনই বলে আপনার কাছে কী কী আছে, সেটাই লিস্ট করতে হবে ৷ একবার বের করুন ৷ তখন আমি কাঁধ থেকে ব্যাগ নামাতেই, সেটা ছিনিয়ে নেয় ৷ আমি বাইকটা টেনে ধরেছিলাম ৷ কিন্তু, আটকাতে পারিনি ৷ সঙ্গে থাকা ছেলেটা ওঁদের ধাওয়া করল ৷ তারপর সে-ও দেখলাম চলে গেল ৷ মনে হয় ওঁরা একসঙ্গেই ছিল ৷"

CHAIN SNATCHING
রাজাভাত খাওয়ায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক স্থানীয়দের মধ্যে ৷ (ইটিভি ভারত)

ঘটনার পর স্কুল শিক্ষিকার চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে চলে আসেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ আশেপাশে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা ৷ আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷ এ নিয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "আমাদের কাছে এমন ঘটনার অভিযোগ এসেছে ৷ আমরা পুরো ঘটনার তদন্ত করছি ৷"

CHAIN SNATCHING
রাজাভাত খাওয়ায় ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ পুলিশের ৷ (ইটিভি ভারত)

আলিপুরদুয়ার, 8 ফেব্রুয়ারি: পুলিশ সেজে স্কুল শিক্ষিকার গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠল ৷ শনিবার সকাল 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ার নিউটাউনের মহাকাল এলাকায় ৷ ছিনতাইকারীদের থেকে সতর্ক করার নামে ওই শিক্ষিকার সোনার গয়না লুঠ করার অভিযোগ উঠেছে ৷

রাজাভাতখাওয়া হাই স্কুলের শিক্ষিকা ঝুমা কর অভিযোগ করেছেন, "আমি সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা দিই ৷ স্কুলে যাব বলে তাড়াহুড়োয় ছিলাম ৷ পিছন থেকে বাইকে করে করে দু’জন আসেন ৷ ওঁরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেন ৷ আই কার্ড বের করেও দেখান ৷ কিন্তু, ঠিকভাবে সেটা দেখতে পারিনি ৷ আমাকে বলে এলাকায় ছিনতাইবাজরা ঘুরছে ৷ আমি যাতে হাত ও গলায় থাকা গয়না ব্যাগে খুলে রাখি ৷"

পুলিশ সেজে সহযোগিতার নামে ছিনতাইয়ের অভিযোগ আলিপুরদুয়ারে ৷ (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "সেখানে আরেকজন ছিল ৷ সে-ও নিজের হাতের আংটি খুলে ব্যাগে ঢুকিয়ে নেয় ৷ আমি সেটা দেখে হাতের চুরি আর গলার হার খুলে ব্যাগে ঢুকাই ৷ তখনই বলে আপনার কাছে কী কী আছে, সেটাই লিস্ট করতে হবে ৷ একবার বের করুন ৷ তখন আমি কাঁধ থেকে ব্যাগ নামাতেই, সেটা ছিনিয়ে নেয় ৷ আমি বাইকটা টেনে ধরেছিলাম ৷ কিন্তু, আটকাতে পারিনি ৷ সঙ্গে থাকা ছেলেটা ওঁদের ধাওয়া করল ৷ তারপর সে-ও দেখলাম চলে গেল ৷ মনে হয় ওঁরা একসঙ্গেই ছিল ৷"

CHAIN SNATCHING
রাজাভাত খাওয়ায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক স্থানীয়দের মধ্যে ৷ (ইটিভি ভারত)

ঘটনার পর স্কুল শিক্ষিকার চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে চলে আসেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ আশেপাশে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা ৷ আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷ এ নিয়ে আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "আমাদের কাছে এমন ঘটনার অভিযোগ এসেছে ৷ আমরা পুরো ঘটনার তদন্ত করছি ৷"

CHAIN SNATCHING
রাজাভাত খাওয়ায় ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ পুলিশের ৷ (ইটিভি ভারত)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.