হায়দরাবাদ, 28 নভেম্বর: এখন থেকে কি ঐশ্বর্য রাইয়ের নামের সঙ্গে 'বচ্চন' পদবি জোড়া যাবে না? সম্প্রতি এক ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে তেমনই প্রশ্ন তুলছেন নেটিজেনরা ৷ বেশ কয়েকমাস ধরে বচ্চন পরিবার খবরের শিরোনামে ৷ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে নানা কাটাছেঁড়া চলছে ৷
এরমধ্যেই দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্য ৷ অভিনেত্রী অংশগ্রহণ করেন গ্লোবাল ওমেনস ফোরাম অনুষ্ঠানে ৷ সেখানকার এক ভিডিয়ো সামনে আসতেই ফের বিচ্ছেদ জল্পনা প্রবল হয়েছে ৷ দুবাই ইভেন্টে ঐশ্বর্যর বাপের বাড়ির পদবি 'রাই' ব্যবহার করা হয়েছে কেবল ৷ সেখান থেকে বাদ পড়েছে 'বচ্চন' পদবি ৷ ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে অভিনেত্রীকে যখন মঞ্চে পরিচয় করানো হচ্ছে সেখানে বোর্ডে ফুটে ওঠে "ঐশ্বর্য রাই- ইন্টারন্যাশনাল স্টার ৷"