কলকাতা, 19 জানুয়ারি:মধুরেণ সমাপয়েৎ। দীর্ঘ প্রেমজীবন কাটিয়ে জীবনের নয়া অধ্যায় শুরু করলেন রুবেল-শ্বেতা। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করলেন দু'জনে। নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে চার হাত এক হল তাঁদের। বর-কনে দু'জনেই বিয়ের সাজে বেছে নেন সাবেকিয়ানা। রুবেল-শ্বেতার বিয়ের আসর বসেছে নাগেরবাজার অঞ্চলের রাজা প্যালেসে।
টলি সেলেব জুটির বিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্বেতার মেকআপ সজ্জা শিল্পী রুদ্র সাহা ৷ তা দেখে নেটাগরিকরা মুগ্ধ ৷ স্টাইলিস্ট রুদ্রের শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, সোনালি সুতোর কাজ করা সাদা ধুতি-পাঞ্জাবি মাথায় টোপর, গলায় ফুলের মালা পরে বর হাজির ছাদনাতলায়। এদিকে, লাল বেনারসি আর সোনার গয়নায় শ্বেতাকে লাগছে একেবারে লাল টুকটুকে বউ ৷ খোঁপায় ফুলের মালা জড়ানো, নাকে টানা নথ, মাথায় শোলার মুকট সঙ্গে গা-ভর্তি গয়নায় মোড়া শ্বেতা ৷ একেবারে রাজরানির মতো দেখাচ্ছে ৷