কলকাতা, 9 মে: মুক্তি পেতে চলেছে সন্দীপ রায় পরিচালিত 'নয়ন রহস্য'। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের একদম শেষের দিকের উপন্যাস এটি। কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা, তা আগেই জানিয়েছেন পরিচালক সন্দীপ রায় ৷ এবার ইটিভি ভারতের মুখোমুখি হয়েছেন ছবির তিন মূর্তি অর্থাৎ, ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত, জটায়ু অভিজিৎ গুহ এবং তোপসে আয়ুষ দাস ৷ কেমন ছিল রহস্য সমাধানের জার্নি, শেয়ার করলেন অভিজ্ঞতা ৷
কাহিনি মূলত আবর্তিত হয়েছে নয়ন নামের আশ্চর্য ক্ষমতাধর এক বালককে ঘিরে। সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র জাদুকর সুনীল তরফদার। নয়ন রহস্য গল্প যাঁরা আগে পড়েছেন, তাঁরা জানেন ৷ কিন্তু যে সকল ছোট ছোট ছেলে-মেয়েরা এখনও এই গল্পের স্বাদ নেয়নি, তারা সিনেমার পর্দায় ফেলুদার কামাল দেখে মুগ্ধ হতে বাধ্য ৷ এদিন সাক্ষাৎকারে ফেলুদা তথা ইন্দ্রনীল সেনগুপ্ত জানান, দ্বিতীয়বার সর্বোপরি রায় বাড়ির ফেলুদা হওয়া নিয়ে বেশ আপ্লুত ৷ ফেলুদা হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী দু'জনকেই সমান পছন্দ । তবে, ফেলুদা চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে অনুকরণ করেননি ৷ আসলে তারঁ মতে তিনি ফেলুদা হয়ে উঠতে চেয়েছিলেন, সৌমিত্র কিংবা সব্যসাচী নয়। বরং লক্ষ্য ছিল বইয়ের পাতার ফেলুদাতে এবং সন্দীপ রায়ের নির্দেশে।
একইভাবে আয়ুষও নিজের মতো করে তোপসে হয়ে উঠতে চেয়েছিলেন। এর আগে অনেক তাবড় তাবড় অভিনেতারা এই চরিত্রে অভিনয় করেছেন। তাই বিষয়টা চ্যালেঞ্জিং ছিল আয়ুষের কাছে। আয়ুষ জানান, এর আগে পরিচালক সন্দীর রায়ের সঙ্গে যেখানে ভূতের ভয় ছবিতে কাজ করেছি ৷ তোপসে চরিত্রের প্রস্তাব আসা বড় পাওয়া আমার কাছে ৷ আসলে সকলের সঙ্গে অফস্ক্রিন বন্ডিং সুন্দর হওয়ার কারণে অনস্ক্রিন সেটা ফুটিয়ে তুলতে সুবিধা হয়েছে ৷
অভিজিৎ গুহ বলেন, "নয়ন রহস্য সিনেমার পর্দায় আসবে জানতাম ৷ এই গল্পটা বেশি ভালো লেগেছে কারণ এখানে একটা বুদ্ধির জায়গা আছে ৷ একটা টুইস্ট আছে ৷ এর আগে হত্যাপুরী যেটা করেছি সেখানে থ্রিল বেশি ছিল ৷ আর এখানে থ্রিলের পাশাপাশি বুদ্ধির ছাপও রয়েছে ৷ তাই এই কাজ করে ভালো লেগেছে আমারও ৷" সবমিলিয়ে বড়পর্দায় 10 মে মুক্তি পাচ্ছে নয়ন রহস্য ৷ কঠিন রহস্যের সমাধান করতে আসরে নামছে 'ফেলুদা অ্যান্ড কোং' ৷