কলকাতা, 11 জুন: শুটিং ফ্লোরে সোমবার দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় । সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবির প্রথম দিনের শুটিং ছিল 10 জুন, সোমবার। আর সেখানেই ঘটে বিপত্তি। কাঁচ ভেঙে পড়ে বর্ষীয়ান অভিনেতার গায়ে। দুর্ঘটনায় বেশ ভালোরকমের আঘাত পেয়েছেন তিনি। হাঁটুতে সেলাইও পড়ে । কিন্তু তাতে কী? মঙ্গলবার সকালেই শুটিং ফ্লোরে হাজির অভিনেতা । ইটিভি ভারতকে ছেলে আবির চট্টোপাধ্যায় বলেন, "বাবা শুটিংয়ে চলে গিয়েছে ।"
সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিটি আদতে একটি কোর্টরুম ড্রামা। 12 জন আইনজীবীকে নিয়ে এগোবে ছবির গল্প। তাঁদের মধ্যেই একজন ফাল্গুনী চট্টোপাধ্যায়। একটি দৃশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায় স্বপ্ন দেখবেন যে কাঁচ ভেঙে তারা সবাই ছুটে আসছেন । পরিকল্পনা অনুযায়ী কাঁচ পরে ভাঙার কথা । কিন্তু কাঁচ কথা রাখেনি । ভেঙে পড়ে সময়ের আগেই । আর তার জেরেই ঘটে দুর্ঘটনা। আহত হন ফাল্গুনী চট্টোপাধ্যায়। এরপর ইউনিটের কয়েকজন মিলে তাঁকে পাঁজাকোলা করে বের করে আনেন ।