পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অভিনেতা বিশ্বনাথ বসুর ছেলেকে প্রস্রাব চেটে পরিষ্কার করার নিদান প্রতিবেশীর! দায়ের অভিযোগ - Actor

Actor Biswanath Basu: অভিনেতার ছেলেকে প্রস্রাব চেটে পরিষ্কার করতে বললেন প্রতিবেশী ৷ এমনকি তার হাত মুচকে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ ঠিক কী হয়েছিল রবিবার সন্ধেয় ?

Etv Bharat
ছবি সৌজন্যে : বিশ্বনাথ বসুর ফেসবুক পেজ

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 9:31 PM IST

Updated : Feb 26, 2024, 10:23 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি:প্রস্রাব চেটে পরিষ্কার করার হুকুম অভিনেতা বিশ্বনাথ বসুর ছেলেকে ৷ শুধু তাই নয়, হাত মুচকে দেওয়ার অভিযোগও উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ টলি অভিনেতার ছেলেকে ঠিক এই আপত্তিকর ব্যবহারের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ ৷ বিশ্বনাথের প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উঠছে ৷ জানা যাচ্ছে, মাঠে খেলার সময় একটি স্থানীয় নর্দমায় প্রস্রাব করে বিশ্বনাথের ছেলে ৷ তারপরই প্রতিবেশীর দ্বারা এভাবেই হেনস্তা হতে হয় তাকে ৷ ঘটনাটি রবিবার সন্ধ্যাবেলায় ঘটলেও সোমবার সন্ধ্যায় স্থানীয় গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই প্রসঙ্গে বিশ্বনাথ বসু ইটিভি ভারতকে বলেন, "এখন ভালো আছে, ঠিকই আছে। গতকাল (রবিবার) রাতটা খুব খারাপ কেটেছে। ট্রমাটাইজড হয়ে গিয়েছিল ছেলেটা। ছোট বলে এখন ভুলে গিয়েছে।"

পুলিশ সূত্রে খবর এই ঘটনায় গড়ফা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেতা বিশ্বনাথ বসু । যদিও এই বিষয়ে পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, গতকাল রবিবার বিশ্বনাথ বসু এবং তাঁর স্ত্রী একটি কাজে ব্যস্ত ছিলেন ৷ সেই সময় তাঁর দুই ছেলে স্থানীয় মাঠে খেলা করছিল । অভিযোগ, সেই সময় তার বড় ছেলের প্রস্রাব পায় । সেখানে মাঠের পাশেই একটি নর্দমা রয়েছে সেই নর্দমায় খেলার মাঝেই প্রস্রাব করতে শুরু করে তার ছেলে । গোটা বিষয়টি দেখে স্থানীয় একজন প্রতিবেশী এগিয়ে আসেন এবং বিশ্বনাথ বসুর ছেলের হাত চেপে ধরেন বলে অভিযোগ । একাধিকবার হাত ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তার হাত মুচকে দেওয়া হয় বলে অভিযোগ । এরপরও নর্দমায় প্রস্রাব করার অভিযোগে ওই প্রতিবেশী অভিনেতার ছেলেকে বলে নর্দমায় করা প্রস্রাব তাকে চেটে পরিষ্কার করতে হবে । এরপরেই এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যায় এবং অভিনেতা বিশ্বনাথ বসুর কাছে খবর আসে । তখন স্থানীয় একটি হাসপাতালে বিশ্বনাথ বসুর ছেলেকে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তার হাতের এক্স-রে করা হয়। সোমবার সন্ধ্যাবেলায় গড়ফা থানায় গিয়ে তিনি প্রতিবেশীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে ।

তাঁর স্ত্রী দেবিকা বসু বলেন, "লোকটি এসে ওর হাতটা প্রথমে মুচড়ে দিয়ে প্রস্রাব জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিতে বলেন। স্বাভাবিকভাবেই তখন ছোট ছেলে কেঁদে ওঠে। ভাইয়ের কান্না শুনে আমার বড় ছেলে লোকটিকে গিয়ে বলে, কাকু ওকে ছেড়ে দাও, ওর লাগছে। সেই সময় আমার ছোট ছেলে বলে, আমি জল দিয়ে ধুয়ে দেব, আমায় ছেড়ে দাও। সেই সময় ওই লোকটি আমার বড় ছেলেকে বলেন, তা হলে তুই চেটে পরিষ্কার করে দিয়ে যা। সলমিলিয়ে বলাই বাহুল্য ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হল বসু পরিবার।

আরও পড়ুন :

  1. ছাত্রকে প্রস্রাব খাইয়ে বেধড়ক মার, যোগীরাজ্যে বর্বরতা পুলিশ-পুত্রের
  2. সরকারি হাসপাতালে ঢুকে মহিলার গায়ে মূত্রত্যাগ ! মদ্যপকে আটক পুলিশের
  3. চলন্ত ট্রেনে বৃদ্ধ বিজ্ঞানী দম্পতির গায়ে মূত্রত্যাগ মদ্যপ যুবকের
Last Updated : Feb 26, 2024, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details