কলকাতা, 26 ফেব্রুয়ারি:প্রস্রাব চেটে পরিষ্কার করার হুকুম অভিনেতা বিশ্বনাথ বসুর ছেলেকে ৷ শুধু তাই নয়, হাত মুচকে দেওয়ার অভিযোগও উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ টলি অভিনেতার ছেলেকে ঠিক এই আপত্তিকর ব্যবহারের সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ ৷ বিশ্বনাথের প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উঠছে ৷ জানা যাচ্ছে, মাঠে খেলার সময় একটি স্থানীয় নর্দমায় প্রস্রাব করে বিশ্বনাথের ছেলে ৷ তারপরই প্রতিবেশীর দ্বারা এভাবেই হেনস্তা হতে হয় তাকে ৷ ঘটনাটি রবিবার সন্ধ্যাবেলায় ঘটলেও সোমবার সন্ধ্যায় স্থানীয় গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই প্রসঙ্গে বিশ্বনাথ বসু ইটিভি ভারতকে বলেন, "এখন ভালো আছে, ঠিকই আছে। গতকাল (রবিবার) রাতটা খুব খারাপ কেটেছে। ট্রমাটাইজড হয়ে গিয়েছিল ছেলেটা। ছোট বলে এখন ভুলে গিয়েছে।"
পুলিশ সূত্রে খবর এই ঘটনায় গড়ফা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেতা বিশ্বনাথ বসু । যদিও এই বিষয়ে পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, গতকাল রবিবার বিশ্বনাথ বসু এবং তাঁর স্ত্রী একটি কাজে ব্যস্ত ছিলেন ৷ সেই সময় তাঁর দুই ছেলে স্থানীয় মাঠে খেলা করছিল । অভিযোগ, সেই সময় তার বড় ছেলের প্রস্রাব পায় । সেখানে মাঠের পাশেই একটি নর্দমা রয়েছে সেই নর্দমায় খেলার মাঝেই প্রস্রাব করতে শুরু করে তার ছেলে । গোটা বিষয়টি দেখে স্থানীয় একজন প্রতিবেশী এগিয়ে আসেন এবং বিশ্বনাথ বসুর ছেলের হাত চেপে ধরেন বলে অভিযোগ । একাধিকবার হাত ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তার হাত মুচকে দেওয়া হয় বলে অভিযোগ । এরপরও নর্দমায় প্রস্রাব করার অভিযোগে ওই প্রতিবেশী অভিনেতার ছেলেকে বলে নর্দমায় করা প্রস্রাব তাকে চেটে পরিষ্কার করতে হবে । এরপরেই এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যায় এবং অভিনেতা বিশ্বনাথ বসুর কাছে খবর আসে । তখন স্থানীয় একটি হাসপাতালে বিশ্বনাথ বসুর ছেলেকে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তার হাতের এক্স-রে করা হয়। সোমবার সন্ধ্যাবেলায় গড়ফা থানায় গিয়ে তিনি প্রতিবেশীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে ।