পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স ঘোষণা অভিষেকের! ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড় নেটপাড়া - Abhishek Aishwarya Divorce - ABHISHEK AISHWARYA DIVORCE

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan's divorce: দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ হতে চলেছে ৷ সম্প্রতি অভিষেক বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন, এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তবে সেই ভিডিয়ো কি সত্যি? ফ্যাক্ট চেক করল ইটিভি ভারত ৷

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan's divorce
ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স ঘোষণা অভিষেকের! (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 12, 2024, 1:05 PM IST

হায়দরাবাদ, 12 অগস্ট:বচ্চন পরিবারে বিচ্ছেদের গুঞ্জন ৷ অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ প্রসঙ্গে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ৷ অম্বানির ছোট ছেলে অনন্ত-রাধিকার বিয়ের পর থেকে গুঞ্জন আরও জোরালো হয়েছে ৷ তাঁদের বিয়েতে অভিষেক পরিবারের সঙ্গে যোগদান করলেও ঐশ্বর্য মেয়ে আরাধ্যাকে নিয়ে বিয়েতে আসেন ৷ এরপরেই চমকে দেওয়ার মতো একটি ভিডিয়ো আসে সামনে ৷ দেখা যায়, জুনিয়র বচ্চন অ্যাশের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করছেন ৷ তারপরেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় ৷

তবে আদৌ কি ভিডিয়োটি সত্য, তা নিয়েও ওঠে প্রশ্ন ৷ ফ্যাক্ট চেক করতেই জানা যায় যে এআই-এর মাধ্যমে তৈরি করা হয়েছে এই ভিডিয়ো ৷ ডিপফেক ভিডিয়ো তৈরি করে তা ছেড়ে দেওয়া হয়েছে নেটপাড়ায় ৷ এআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৈরি সেই ফেক ভিডিয়োতে অভিষেককে বলতে শোনা যায়, "চলতি বছরের জুলাই মাসে আমি আর ঐশ্বর্য বিচ্ছেদ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷" তবে একটু মনোযোগ দিয়ে ভিডিয়ো দেখলেই বোঝা যাবে অডিয়োর সঙ্গে অভিষেকের ঠোঁট মিলছে না ৷ বোঝাই যাচ্ছে এখানে অন্য কোনও ক্লিপ ব্যবহার করা হয়েছে ৷

সোশাল মিডিয়ায় ঐশ্বর্য রাই বচ্চনের এই অনুরাগী ভিডিয়োটি শেয়ার করেন ৷ তবে ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি, সেই বিষয়টিও জানানো হয় ৷ আসল ভিডিয়ো তাহলে কি? অভিষেক বচ্চনের ইন্সটাগ্রাম পেজ ঘাঁটলে দেখা যায় 2022 সালের 7 নভেম্বর একটি ভিডিয়ো আপলোড হয় ৷ যেটি মূলত ছিল, ভারতে পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা ৷ নানহি কলি অনুষ্ঠানের নাম ছিল ৷ সেই সময়ের ভিডিয়ো নিয়ে এআই-এর মাধ্যমে অডিয়ো তৈরি করে অভিষেক-অ্যাশের ফেক বিচ্ছেদের ভিডিয়ো বানানো হয়েছে ৷

সম্প্রতি, অভিষেক সোশাল মিডিয়ায় ডিভোর্স সংক্রান্ত একটি পোস্টে লাইক করেন ৷ যা নিয়েও বিচ্ছেদ জল্পনা শুরু হয় ৷ পরে জানা যায়, যে চিকিৎসক পোস্ট করেছিলেন তিনি ঐশ্বর্যর কাছের ৷ তাই পোস্টে লাইক করেছিলেন জুনিয়র বচ্চন ৷

ABOUT THE AUTHOR

...view details