পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রাহুল রায় এবার বাংলা ছবিতে, 'আশিকি' স্টারকে রাজি করানোর গল্প শোনালেন পরিচালক - Rahul Roy acts in Bengali film - RAHUL ROY ACTS IN BENGALI FILM

Rahul Roy acts in Bengali film: বলিউডের অভিনেতা রাহুল রায়কে এবার বাংলা ছবিতে দেখা যাবে ৷ 'আশিকি' স্টারকে কীভাবে সেই ছবির জন্য রাজি করানো হয়, তার গল্প শোনালেন পরিচালক ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 12:32 PM IST

কলকাতা, 25 এপ্রিল:এবার বাংলা ছবিতে বলিউড অভিনেতা রাহুল রায় । ‘আশিকি বয়’ হিসেবে পরিচিত রাহুলকে এই প্রথমবার বাংলা থ্রিলারে তাঁকে পাবে দর্শক । ছবির নাম 'মিহিরা'। এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন বাবাই সেন । কোচবিহারকে কেন্দ্রে রেখে তৈরি হচ্ছে ছবি । কোচবিহারের বিভিন্ন হেরিটেজ জায়গা, রাজবংশী মানুষদের সুন্দর মানসিকতা দেখানো হবে এই ফিল্মে । জানালেন পরিচালক বাবাই সেন । আর জানালেন, কীভাবে তিনি এই ছবির জন্য রাজি করিয়েছিলেন বলিউডের নায়ককে ৷

আপাদমস্তক রোম্যান্টিক হিরো রাহুল রায় বাংলা ছবিতে আসছেন রোমাঞ্চ ছড়াতে । বিষয়টা নিয়ে দর্শকের মনে আগ্রহ থাকবে তা বলাই বাহুল্য । একেবারে ভিন্ন মহিমায় হাজির হবেন তিনি । এই ছবিতে একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় । দু'জনের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে বলে জানা গিয়েছে । তাঁরা দু'জন ছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় বিশ্বাস, সজল বর্মন, কৃতিশ চক্রবর্তী, সুস্মিতা সেন, প্রদীপ বর্মন, সজল বর্মন ও অন্যান্যরা । পাহাড়ের কোলে উত্তরবঙ্গে গোটা ছবির শ্যুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক । ছবিতে বেশ কিছু গান থাকবে । থাকছে আইটেম সংও ।

পরিচালক বাবাই সেনের কথায়, "আমাদের 90 শতাংশ শুটিঙের কাজ শেষ । রাহুল রায় এখনও দেশের বাইরে আছেন । ক'দিন আগে হলিউডের একটি মুভির কাজ সেরে ফিরলেন । এরপর 4, 5, 6 মে আরও কিছু শুটিং হবে উত্তরবঙ্গে । তার আগে কলকাতায় একদিন শুটিং হবে বাইপাসের ধারেই কোনও এক পাঁচতারায় । রাহুল রায় 3 মে কলকাতায় আসছেন । সেদিনই কলকাতায় কিছু দৃশ্যের শুটিং সেরে আমরা রাতে চলে যাব নর্থ বেঙ্গলে । একটি ভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে । এভাবে তাঁকে আগে দেখেনি কেউ ।"

রাহুল রায়কে রাজি করানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমার ছবিতে '90-এর দশকের একজন অভিনেতাকে দরকার ছিল । আর রাহুল রায়ের সঙ্গে চরিত্রটা দারুণ মানানসই । তাই ওঁর সঙ্গে যোগাযোগ করি । শুরুতে রাজি হননি অবশ্য । আগে গল্পটা শুনেছেন । পরে আমার কিছু মুম্বইয়ের কাজ দেখেছেন । গল্পটা ওঁর ভালো লাগার পরেই রাজি হয়েছেন । তবে, যাঁর রেফারেন্সে গিয়েছিলাম ওঁর কাছে, তাঁরও ভূমিকা আছে ওঁকে রাজি করানোর নেপথ্যে ।" প্রযোজক সজল বর্মনের প্রযোজনায় আসছে এই ছবি । তত্ত্বাবধানে ‘চিরাগ গ্রুপ অফ কোম্পানি’।

1990 সালে আমজনতার মনে দোলা দিয়েছিল 'আশিকি'। যেখানে নায়ক ছিলেন এই রাহুল রায় । কুমার শানুর কণ্ঠে তাঁর লিপে 'শাঁসো কি জরুরত হ্যায় য্যায়সে...' থেকে 'তু মেরি জিন্দেগি হ্যায়', 'দিল কা আলম', 'অব তেরে বিন জিলেঙ্গে হাম', 'নজর কে সামনে জিগর কে পাস' আজও মনে রেখেছে সিনেপ্রেমী মানুষ । এই প্রজন্মও সেই গানে প্রেম খুঁজে পায় । রাহুল রায় এবং অনু আগরওয়ালের জুটি নজর কেড়েছিল সকলের ।

আরও পড়ুন:

  1. ওটিটি-তে আসছে বিজয়-ম্রুণালের 'দ্য ফ্যামিলি স্টার', কবে কোথায় জেনে নিন
  2. 'এই বয়সেও অ্যাকশন দৃশ্যের জন্য ডামি নেননি ধর্মেন্দ্র', একান্ত সাক্ষাৎকারে দাবি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের
  3. সত্যজিৎ রায়ের প্রয়াণে কী অবস্থা হয়েছিল সৌমিত্রর ? স্মৃতি আওড়ালেন ‘ফেলুদা’ কন্যা পৌলমী

ABOUT THE AUTHOR

...view details