হায়দরাবাদ, 11 এপ্রিল: চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর বসেছিল 10 মার্চ ৷ সেই অনুষ্ঠানের ঠিক একমাসের মাথায় জানিয়ে দেওয়া হল 2025 সালে কবে বসছে 97তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর ৷ অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং এবিসি বুধবার তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আগামী বছর অস্কারের সময়সূচি ঘোষণা করেছে ।
অস্কার 2025 অনুষ্ঠিত হবে 2 মার্চ রবিবার ৷ ভারতে 3 মার্চ সোমবার । অনুষ্ঠানটি আরও একবার হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানটি এবিসি-তে সম্প্রচার করা হবে ৷ 1976 সাল থেকে প্রত্যেক বছর তারা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রচার করে আসছে । এটি বিশ্বব্যাপী 200টিরও বেশি দেশে দেখানো হবে ।
চলতি বছরের চুলনায় 2025 সালে এক সপ্তাহ এগিয়ে নিয়ে আসা হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড । এই বছরে 10 মার্চ অনুষ্ঠিত অস্কার আনুমানিক 19.5 মিলিয়ন মানুষ দেখেছিল ৷ ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সেরা ছবির পুরস্কার নিজের ঝুলিতে ভরেছে ৷ এই পুরস্কারের মধ্য দিয়েই চলতি বছরের অস্কার অনুষ্ঠানর সমাপ্তি ঘটে ৷ আগের বছরের তুলনায় এবার প্রায় 4 শতাংশ মানুষ বেশি এই অনুষ্ঠান দেখেছে ৷ অ্যাকাডেমি অফ মোশন পিকচার্সও সন্ধ্যের দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার যে ধারা তা বজায় রাখতে চায় ৷ পরের বছর অস্কার শুরু হবে সন্ধ্যা 7টায় । পূর্ব দিকের দেশেগুলিতে এক ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে ঠিক এই বছরের শোয়ের মতো ।