পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

তপন সিনহাকে সম্মান জানিয়ে শুরু হবে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - 30TH KIFF

শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে 30তম সামনে এল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো।

kiff 30
30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 29, 2024, 5:47 PM IST

কলকাতা, 29 নভেম্বর: 'গল্প হলেও সত্যি' তপন সিনহার এই সিনেমা দিয়ে শুরু হচ্ছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাঁকে সম্মান জানাতে 4 ডিসেম্বর ধনধান্যে অডিটোরিয়ামে দেখানো হবে এই সিনেমা। এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি হল ফ্রান্স। 21টি ফ্রেঞ্চ সিনেমা দেখানো হবে এই বছর। শুক্রবার রবীন্দ্রসদনে 30তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠক আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, গৌতম ঘোষ, অর্জুন চক্রবর্তী ৷

এইবছর চলচ্চিত্র উৎসবের থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। এছাড়াও এই দিন উদ্বোধন করা হয়েছে 30তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো। প্রতিযোগিতা বিভাগে মোট ছবির মনোনয়ন জমা পড়েছে 2459টি। প্রতিযোগিতায় মনোনীত হয়েছে 42টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, 30টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র।

এ ছাড়াও 103টি ছবি দেখানো হবে, যা কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। এ বার 29টি দেশ অংশগ্রহণ করেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শহরের মোট 20টি জায়গায় সিনেমা প্রদর্শিত হবে। দেখানো হবে মোট 175টি ছবি। তার সঙ্গে ছটি প্রত্যন্ত আঞ্চলিক ভাষার সিনেমাও দেখানো হবে। এইবছর চলচ্চিত্র উৎসবেই মুক্তি পাবে পরিচালক গৌতম ঘোষের সিনেমা, 'পরিক্রমা' ৷

এই বছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ। একটি সিনেমা আসার কথা থাকলেও তার প্রিমিয়ার হয়েছে গোয়াতে। এখনো পর্যন্ত বাংলাদেশের কোন সিনেমা নেই। এই প্রসঙ্গে পরিচালক গৌতম ঘোষ জানান, "বাংলাদেশকে মিস করবো।" তবে এর পাশাপশি এই বছরে চলচ্চিত্র উৎসব নিয়ে বেশ কিছুটা আবেগঘন তিনি। পরিচালক বলেন, "এইবার ফেস্টিভেলটা আমার খুব কাছের। আমার খুব আবেগের আসলে কারণ তিরিশ বছর আগে এই ফেস্ট্রিভেলের ফাউন্ডার চেয়ারপার্সন ছিলাম আমি। অনেক কথা মনে পড়ে যাচ্ছে।"

এই বছর জন্মের শতবর্ষ পূর্তি উপলক্ষে ফেস্টিভ্যালে শ্রদ্ধাঞ্জলি জানালো হবে তপন সিংহ, মার্লন ব্র্যান্ডো, মার্সেল্লো মাস্ত্রোইয়ান্নি, সেরগেই পারাজানভ, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কিনেনি নাগেশ্বর রাও, বংশী চন্দ্রগুপ্ত, মোহম্মদ রাফি, তালাত মাহমুদ ও মদন মোহনকে। বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে কুমার সাহানি, অ্যালায়েন ডেলন, অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মনোজ মিত্রকে।

কিন্তু যে প্রশ্নের উত্তর এখনও অধরা, তা হল এই বছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করতে দেখা যাবে আবার কোনও মুম্বাইয়ের স্টারকে? এই বিষয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে কোন মন্তব্য করেননি চলচ্চিত্র উৎসবে উদ্যোক্তারা। যদিও নবান্ন সূত্রে খবর, চলতি বছর উদ্বোধন করতে আসার সম্ভাবনা শাবানা আজমি, জাভেদ আখতার, শত্রুঘ্ন সিনহার।

অন্যদিকে 6 তারিখ একটি অনুষ্ঠানে যোগ দেবেন অভিনেত্রী বিদ্যা বালান। তবে এই বছর অনেকেই মনে করছেন সে জাঁকজমক নেই চলচ্চিত্র উৎসবে। যদিও তা স্বীকার করতে নারাজ অভিনেতা অর্জুন চক্রবর্তী। তিনি বলেন, আমি "এখানে আসতে পারে খুশি। আমার মনে হচ্ছে সিনেমা এই উৎসবে আমরও কিছু অবদান রয়েছে। হতেই পারে উদ্বোধনের দিন আমি থাকব না, কিন্তু অন্য কেউ থাকবেন। তবে আমি তো দেখছি ভালোই প্রচার হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details