পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনের বাড়ির সামনে থেকে ক্যাব বুক, গ্রেফতার অভিযুক্ত - SALMAN KHAN - SALMAN KHAN

Fire at Salman Khan's residence: লরেন্স বিষ্ণোইয়ের নামে বুক করা ক্যাবে গ্যালাক্সির সামনে ৷ রবিবার সলমন খানের বাড়িতে গুলি চালানোর পর এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ৷

Etv Bharat
সলমন খান

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 1:47 PM IST

হায়দরাবাদ, 20 এপ্রিল:রবিবারই সলমন খানের বাড়ি সামনে গুলি চালনার ঘটনায় গ্যালাক্সির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ এই পরিস্থিতিতে শুক্রবার সামনে এল সম্পূর্ণ অন্য এক চাঞ্চল্যকর ঘটনা ৷ 20 বছরের এক যুবক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে ক্যাব বুক করে ভাইজানের বাড়ির সামনে ৷ অভিযুক্তের নাম রোহিত ত্যাগি ৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা তিনি ৷ এই ঘটনা সামনে আসতেই মুম্বই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে ৷

পুলিশ জানিয়েছে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে যখন ক্যাব পৌঁছয় তখন চালক বাইরে থাকা নিরাপত্তারক্ষীর কাছ থেকে জানতে চান লরেন্স বিষ্ণোইয়ের বাড়ি কোনটা ৷ তাঁর নামে ক্যাব বুক করা হয়েছে ৷ সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী গ্যাংস্টারের নাম শুনে প্রথমে চমকে যান ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বান্দ্রা থানায় ৷ এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করেন ৷ তখনই জানতে পারেন এক ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের নামে গ্যালাক্সির সামনে ক্যাব নিয়ে যাওয়ার জন্য অনলাইনে বুক করেছিলেন ৷

তদন্তে পুলিশ জানিয়েছে, 20 বছর বয়সী গাজিয়াবাদের এক ছাত্র প্র্যাঙ্ক করেছেন ৷ নাম রোহিত ত্যাগি ৷ তিনি নাকি মজার ছলে এই কাজ করেছেন বলে জানা গিয়েছে ৷ এরপরেই পুলিশ অভিযোগ দায়ের করে গাজিয়াবাদ থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ৷ মুম্বইয়ে এনে আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এর আগে কচ্ছ ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত সন্দেহে দু'জনকে গ্রেফতার করেছে ৷ অভিযুক্তের নাম ভিকি গুপ্তা (24) ও সাগর পাল (21) ৷ আদালতে পেশ করার আগে তাদের শারীরিক পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

জানা যায়, রবিবার বিকেল 5টা নাগাদ ভিকি ও সাগর এখটি মোটরবাইক চেপে আসেন গ্যালাক্সির সামনে ৷ সেখানে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা ৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে তাদের গ্রেফতার করে পুলিস ৷ কচ্ছ ডিএসপি এআর জনকান্ত জানিয়েছেন তদন্তে জানা গিয়েছে, এই দুই অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ৷ উল্লেখ্য, এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন সলমন খান ৷ শুক্রবার রাতেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন ৷ ক্যারাটে কম্ব্য়াট নামে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিতে গিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details