পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অ্যাডভান্স টিকিট বুকিং শুরু ইন্ডিয়ান 2-এর, দেদার বিক্রি আমেরিকাতেও - Indian 2 advance booking - INDIAN 2 ADVANCE BOOKING

Indian 2 advance booking: প্রবীণ অভিনেতা কমল হাসানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ইন্ডিয়ান 2 মুক্তি পাচ্ছে 12 জুলাই ৷ তার আগেই দেশে তার অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে । আগাম বুকিং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও ৷ সর্বত্র এই ফিল্ম নিয়ে উন্মাদনা তুঙ্গে ৷

ETV BHARAT
অ্যাডভান্স টিকিট বুকিং শুরু ইন্ডিয়ান 2-এর (ছবি: এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 5:24 PM IST

হায়দরাবাদ, 10 জুলাই: 12 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শঙ্কর পরিচালিত বহুল প্রতীক্ষিত ফিল্ম ইন্ডিয়ান 2 ৷ নাগ অশ্বিনের কল্কি 2898 এডি-র বিপুল সাফল্যের পর, প্রবীণ অভিনেতা কমল হাসান এবার তাঁর ছবির সিক্যুয়েলের মুক্তির জন্য প্রস্তুত ৷ মুক্তির 10 দিন আগে আমেরিকায় শুরু হয়ে গিয়েছে আগাম বুকিং ৷ আর ভারতে তা শুরু হয়েছে গতরাত থেকে ৷ টিকিট বিক্রির ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে যে, কল্কি 2898 এডি-র পর এবার ইন্ডিয়ান 2-এর জ্বরে আক্রান্ত সিনেপ্রেমীরা ৷

মুক্তির এখনও দুই দিন বাকি ৷ তার আগেই এই ছবি আগাম টিকিট বিক্রি করে দুরন্ত আয় করে ফেলেছে ৷ প্রথম দিনে প্রায় 3​01,000 মার্কিন ডলার (2.5 কোটি টাকা) আয় করেছে ইন্ডিয়ান 2 ৷ প্রায় 14,000টি টিকিট বিক্রি হয়েছে । আর পরবর্তী 24 ঘণ্টার মধ্যে এই ফিল্মের অতিরিক্ত 4,000টি টিকিট বিক্রি হয়েছে ৷

ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ ব্যক্তিরা ভবিষ্যদ্বাণী করেছেন যে, ইন্ডিয়ান 2 মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে এর প্রিমিয়ারের দিনে প্রায় 600,000 মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 5 কোটি টাকা আয় করবে ৷ ইতিমধ্যে, ভারতেও ইন্ডিয়ান 2-এর জন্য অগ্রিম বুকিং ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে ৷ 98,000 টিরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে এবং এর প্রায় 2100টি শোয়ের জন্য মোট 1.66 কোটি টাকা সংগ্রহ করেছে ৷

শঙ্করের 1997 সালের ব্লকবাস্টার ইন্ডিয়ানের এই সিক্যুয়েলকে ট্রিলজিতে ভাগ করা হয়েছে ৷ তৃতীয় কিস্তিটি পরের বছর মুক্তির জন্য নির্ধারিত হয়েছে । মজার বিষয় হল, সম্পাদনা প্রক্রিয়া চলাকালীন, শঙ্কর বুঝতে পেরেছিলেন যে দ্বিতীয় অংশের যথেষ্ট সুযোগ রয়েছে, যার ফলে তিনি এটিকে দুটি ছবিতে ভাগ করেন । ইন্ডিয়ান 2-এর তারকা-খচিত কাস্টের মধ্যে রয়েছে কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, এবং এসজে সূর্য । মূল সঙ্গীত পরিচালনা করেছেন এআর রহমান ৷

ABOUT THE AUTHOR

...view details