কলকাতা, 17 নভেম্বর:রবীন্দ্র সদনে আজ, রবিবার মঞ্চস্থ হতে চলেছে অলোকানন্দা রায়ের 'বাল্মিকী প্রতিভা'র 100তম এবং অন্তিম পারফরম্যান্স । 2008 সালের 15 নভেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রথম আত্মপ্রকাশ 'বাল্মিকী প্রতিভা'র । এই প্রযোজনাটি বন্দিদের সামাজিক উপলব্ধিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, তাঁদের লুকনো প্রতিভা এবং সম্ভাবনার কথা বলেছে ।
রামায়ণ রচয়িতা ঋষি বাল্মিকী মুনি আগে ছিলেন দস্যু রত্নাকর । তাঁর রত্নাকর থেকে বাল্মিকীতে রূপান্তরের দ্বারা অনুপ্রাণিত হয়েই 'বাল্মিকী প্রতিভা' লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর । আর সেটিকেই মঞ্চে এতকাল ধরে পরিচালনার মাধ্যমে মঞ্চে উপস্থাপন করে আসছেন অলোকানন্দা রায় । পরিবেশনে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের বন্দিরা ।
প্রেসিডেন্সি, মেদিনীপুর এবং আলিপুর মহিলা সংশোধনাগারের বন্দি, অফিসার ও প্রাক্তন এডিজি বি ডি শর্মার সঙ্গে মিলিত হয়েই এই প্রযোজনা অলোকানন্দার । এই সফরের আরেক নাবিক এডিজি বি.ডি শর্মা । তিনি পোশাক, মঞ্চ এবং গান তৈরি করেন । মার্শাল আর্ট, লোকনৃত্য এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মেলবন্ধন রয়েছে 'বাল্মীকি প্রতিভা'তে । এই গীতিনাট্যটি শিল্পের রূপান্তরকারী শক্তিকে উজ্জীবিত করে ।