নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: গত পাঁচ বছরে চারবার কেন্দ্রীয় বাজেটের দিনে তেজি ছিল শেয়ার বাজারের সূচক ৷ বিএসই সেনসেক্স বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে ৷ বেঞ্চমার্ক 2021 সালে সবচেয়ে বেশি দিনের শেষে 5 শতাংশ বেড়েছিল । একমাত্র 2020 সালে 1 ফেব্রুয়ারি 30-শেয়ারের বিএসই বেঞ্চমার্ক 987.96 পয়েন্ট বা 2.42 শতাংশ কমে বাজার বন্ধ হয়েছিল ৷ এই বছর ছাড়া 2023, 2022, 2021 এবং 2019 সালের বাজেটের দিনে শেয়ার বাজারে ভালো লেনদেন হয়েছে ।
গত বছর বাজেটের দিনে বিএসই বেঞ্চমার্ক 158.18 পয়েন্ট বা 0.26 শতাংশ বেড়ে 59,708.08 পয়েন্টে শেষ হয়েছিল । 2022 সালে সেনসেক্স বাজেটের দিন লম্বা লাফ দিয়ে 848.4 পয়েন্ট বা 1.46 শতাংশে পৌঁছেছিল ৷ 2021 সালে বাজেট ঘোষণার পরে এটি 2,314.84 পয়েন্ট বা 5 শতাংশ বেড়েছে । 2020 সালে বিএসই বেচমার্ক 987.96 পয়েন্ট বা 2.42 শতাংশ কমেছিল এবং 2019 সালে এটি 212.74 পয়েন্ট বা 0.58 শতাংশ বৃদ্ধি পেয়েছে । বুধবার বাজেট ঘোষণার এক দিন আগে বিএসই সেনসেক্স 612.21 পয়েন্ট বা 0.86 শতাংশ লাফিয়ে 71,752.11 পয়েন্টে স্থির হয় ।