পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

মোদির শপথ নেওয়ার পর দ্রুত 3000 পয়েন্ট বেড়েছে সেনসেক্স, পেরল 80 হাজারের গণ্ডি - Sensex Crosses 80000 Mark - SENSEX CROSSES 80000 MARK

BSE Sensex Touches The 80,000 Mark: শেয়ারবাজার খুলতেই বুধবার নতুন ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে ফেলল সেনসেক্স, নিফটি ৷ মুনাফার মুখ দেখছেন শেয়ার কারবারীরা ৷ পরিসংখ্যান বলছে, তিন মাসেরও কম সময়ের মধ্যে 75 হাজারের গণ্ডি পেরিয়ে 80,000 এর রেকর্ড উচ্চ ছুঁয়েছে বিএসই সেনসেক্স ৷

Sensex Touches The 80,000 Mark
দ্রুত 3000 পয়েন্ট বেড়েছে সেনসেক্স ছুঁল 80 হাজারের গণ্ডি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 12:51 PM IST

Updated : Jul 3, 2024, 1:20 PM IST

মুম্বই, 3 জুন: শেয়ারবাজার খুলতেই বুধবার নতুন ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে ফেলল সেনসেক্স, নিফটি ৷ মঙ্গলবারের পর আজও ফের মুনাফার মুখ দেখলেন শেয়ার কারবারীরা ৷ সেনসেক্স বুধবার নতুন রেকর্ড গড়ে ব্যাঙ্কিং এবং এফএমসিজি স্টকের দ্রুত দর বৃদ্ধিতে ভর করে প্রথমবারের মতো 80 হাজারের গণ্ডি ছাড়িয়েছে ৷

বাজার খোলার পর বুধবারের প্রাথমিক লেনদেনে সেনসেক্স 572.32 পয়েন্ট বা 0.72 শতাংশ বেড়ে 80,013.77-এর ঐতিহাসিক উচ্চতা ছুঁয়ে ফেলে ৷ একই সময় নিফটিও 168 পয়েন্ট বা 0.70 শতাংশ বেড়ে 24,291.75 এ খুলেছে ৷ ব্যাঙ্ক নিফটি 704 পয়েন্ট বা 1.35 শতাংশ বৃদ্ধির সঙ্গে 52 872.30-এর স্তরে খোলে ৷ পাশাপাশি নিফটি মিডক্যাপ 295.20 বা 0.53 শতাংশ বেড়ে 56149.90-এর স্তরে খোলে ৷

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE), অটো, ফিনান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, মিডিয়া, ফার্মা, পিএসইউ ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক, রিয়েলটি, হেলথকেয়ার, কনজিউমার ডিউরেবলস, তেল ও গ্যাস এবং নিফটি মিডসামাল হেলথকেয়ারের ক্ষেত্রের শেয়ারগুলি কিছুটা লোকসানের সঙ্গে লেনদেন শুরু করে ৷ পাশাপাশি, শুধুমাত্র আইটি স্টকগুলি প্রাথমিক নেদদেনের সময় লোকসানের মুখ দেখেছে ৷ তবে সেই ধাক্কা দ্রুত সামলে ঘুরে দাঁড়ায় ভারতীয় শেয়ারবাজারের দুই বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ৷ তাতেই এদিন সকাল 9টা 55 মিনিট নাগাদ 80 হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্স ৷

পরিসংখ্যান বলছে, তিন মাসেরও কম সময়ের মধ্যে 75 হাজারের গণ্ডি পেরিয়ে 80,000 এর রেকর্ড উচ্চ ছুঁয়েছে বিএসই সেনসেক্স ৷ মোদি সরকারের তৃতীয় অধ্যায় শুরুর পর উল্লেখযোগ্য গতিতে ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স ও নিফটি ৷ বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, দিল্লিতে কেন্দ্রের স্থিতিশীলতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা এবং অর্থনৈতিক বৃদ্ধির আশা জাগিয়েছে ৷ নরেন্দ্র মোদি 9 জুন তৃতীয়বারে জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন ৷ ঘটনাচক্রে এর পরের দিনই সেনসেক্স 77,000-এর স্তরে পৌঁছে যায় ৷

এর আগে, 9 এপ্রিল প্রথমবার 75 হাজারের মাইলফলক স্পর্শ করে সেনসেক্সের ঊর্ধ্বগামী পথচলা শুরু হয়েছিল৷ তারপর 10 জুন, সেনসেক্স 77,000-এর গণ্ডি অতিক্রম করে ৷ এর মাত্র 15 দিনের মধ্যে 25 জুন সেনসেক্স সূচক 78,000-এর গণ্ডি পেরিয়ে যায় ৷

ব্যাঙ্কিং এবং বাজার বিশেষজ্ঞ অজয় বগ্গা বলেন, “ডিসেম্বর 2023 থেকে তার সর্বশেষ 10,000 পয়েন্টে 80,000 জীবনকালের উচ্চ স্তরে উঠতে বিএসই সেনসেক্স 7 মাস সময় নিয়েছে ৷ এই এই সময়ের মধ্যে অর্জিত উচ্চতা ভারতীয় বাজারে বিনিয়োগর সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে ৷ এই সম্ভাবনার উপযুক্ত মূল্যায়ন সহজ না হলেও ভারত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুটি বাজারের মধ্যে একটি হয়ে উঠেছে ৷ সামগ্রিকভাবে জনসংখ্যাগত সুবিধা, বৃদ্ধি এবং আমদানি প্রতিস্থাপনে লক্ষ্য স্থির রেখে সঠিক নীতি নীতি প্রণয়ন আজকের ব্যয়বহুল বাজারকে আগামীদিনে ভালো বিনিয়োগের ক্ষেত্র এবং পরবর্তিতে চড়া দর কষাকষির সুযোগ তৈরি করবে ৷”

Last Updated : Jul 3, 2024, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details