কলকাতা, 18 নভেম্বর: আপনি যদি একবারে টাকা বিনিয়োগ করার পরিবর্তে প্রতি মাসে আপনার সঞ্চয়ের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে আপনার কাছে দুটি ভাল বিকল্প রয়েছে। প্রথম বিকল্পটি হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (Post Office RD), যেখানে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে এবং নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। দ্বিতীয় বিকল্পটি হল SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ৷ এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করা হয়। এটি শেয়ারবাজারের সঙ্গে যুক্ত একটি স্কিম ৷ তাই এর আয়ও শেয়ারবাজারের পরিস্থিতির উপর ভিত্তি করেই পরিবর্তিত হয় । আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি কোথায় কতটা সুবিধা পাবেন? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নিন।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের মেয়াদ 5 বছর:
আপনি ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদে রেকারিং ডিপোজিটের বিকল্প পাবেন, কিন্তু আপনি যদি পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনাকে রেকারিং ডিপোজিটে 5 বছরের জন্য বিনিয়োগ করতে হবে। কিন্তু আপনাকে পোস্ট অফিস আরডিতে ভালো সুদ দেওয়া হয়। বর্তমানে ৬ দশমিক ৭ শতাংশ হারে সুদ পাচ্ছেন।
বিনিয়োগ করলে কতটা রিটার্ন পাবেন?