পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

ফিক্সড ডিপোজিটে এই 6 ব্যাঙ্ক দিচ্ছে 8.5% পর্যন্ত সুদ ! কোথায় টাকা জমাবেন ? - High Return Investment Tips - HIGH RETURN INVESTMENT TIPS

FD INTEREST RATES: দ্রুত সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে এখনও দেশের অধিকাংশ সাধারণ মানুষ ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের উপর ভরসা করেন ৷ কিন্তু, কোথায় টাকা জমালে কম সময়ে বেশি রিটার্ন পাবেন, তা জানা জরুরি ৷ এই প্রতিবেদনে দেশের 6টি বড় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার উল্লেখ করা হল ৷ বিনিয়োগের আগে আপনিও দেখে নিতে পারেন...

FD INTEREST RATES
ফিক্সড ডিপোজিটে এই 6 ব্যাঙ্ক দিচ্ছে 8.5% পর্যন্ত সুদ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 5:17 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: যখনই বিনিয়োগের কথা আসে, প্রথম যে জিনিসটি মাথায় আসে তা হল ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত। কারণ, ফিক্সড ডিপোজিটেরতে টাকা বিনিয়োগ করার অর্থ হল আপনার টাকা নিরাপদ থাকবে এবং আপনি নিশ্চিত বেশি রিটার্ন পাবেন। আপনি যদি ফিক্সড ডিপোজিটের করার কথাও ভাবছেন, সে ক্ষেত্রেও আপনার প্রথমে জেনে রাখতে হবে যে, কোন ব্যাঙ্কে কত হারে সুদ দিচ্ছে । এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক, পিএনবি এবং ইয়েস ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে কত হারে সুদ দিচ্ছে, তা জেনে নিন।

SBI ফিক্সড ডিপোজিটের সুদের হার

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে 3.5 শতাংশ থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের জন্য 0.50 শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে। ব্যাঙ্কের 400 দিনের অমৃত কলশ ফিক্সড ডিপোজিটে আপনাকে 7.10 শতাংশ সুদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের 7.60 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে ।

ICICI ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার

আইসিআইসিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে 3 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ৷ যেখানে প্রবীণ নাগরিকদের 3.5 শতাংশ থেকে 7.8 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে । ব্যাঙ্ক 15 মাস থেকে 18 মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ 7.25 শতাংশ এবং 7.8 শতাংশ হারে সুদ দিচ্ছে ৷

HDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার

এইচডিএফসি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে 3 শতাংশ থেকে 7.35 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ৷ যেখানে প্রবীণ নাগরিকদের 3.5 শতাংশ থেকে 7.85 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক 2 বছর 11 মাস থেকে 35 মাস পর্যন্ত সময়ের জন্য সর্বোচ্চ হারে সুদ দেয় ।

কানারা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার

কানারা ব্যাঙ্ক 7-10 দিনের ফিক্সড ডিপোজিটে 4 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ৷ যেখানে প্রবীণ নাগরিকদের 4 শতাংশ থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে । 444 দিনের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে এই ব্যাঙ্কে ।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে 3.5 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা 4 শতাংশ থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 400 দিন মেয়াদী ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details