পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

এই 5 ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে পাবেন 9.50% পর্যন্ত সুদ ! দ্রুত বাড়বে সঞ্চয় - HIGH RETURN FIXED DEPOSITS

চলুন এমন 5টি স্মল ফিনান্স ব্যাঙ্কের কথা জেনে নেওয়া যাক যেগুলি থেকে ফিক্সড ডিপোজিটে 9.50 শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে ৷

Fixed Deposit
ফিক্সড ডিপোজিটে পাবেন 9.50% পর্যন্ত সুদ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 1:44 PM IST

হায়দরাবাদ, 6 জানুয়ারি:ভবিষ্যতের সঞ্চয়ের জন্য বরাবরই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। কারণ, ফিক্সড ডিপোজিটকে সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে নিরাপদ বিকল্প বলে মনে করা হয়। তাই, বেশিরভাগ মানুষই তাদের সঞ্চয়কে ফিক্সড ডিপোজিটে রূপান্তর করতে চান।

নতুন বছরে বিনিয়োগকারীদের জন্য স্মল ফাইনান্স ব্যাঙ্কগুলি চড়া সুদ দিচ্ছে। আপনি যদি ফিক্সড ডিপোজিটে উচ্চতর রিটার্ন চান, তাহলে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। বেশিরভাগ স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি মেয়াদি আমানতের ক্ষেত্রে বড় সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির তুলনায় প্রায় 1 শতাংশ বেশি সুদ দেয়। চলুন এমন 5টি স্মল ফিনান্স ব্যাঙ্কের কথা জেনে নেওয়া যাক যেগুলি থেকে ফিক্সড ডিপোজিটে 9.50 শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে ৷

নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক:

সাধারণ গ্রাহকদের জন্য নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের বার্ষিক সুদের হার 4 শতাংশ থেকে 8 শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে প্রতি বছর 4.75 শতাংশ থেকে 9.10 শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক:

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার সাধারণ গ্রাহকদের বার্ষিক 4.50 শতাংশ থেকে 9.00 শতাংশ, যেখানে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের সুদের হার 4.50 শতাংশ থেকে 9.50 শতাংশ।

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক:

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের প্রতি বছর 4.00 শতাংশ থেকে 8.50 শতাংশ পর্যন্ত সুদ দেয়। প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার বার্ষিক 4.75 শতাংশ থেকে 9.10 শতাংশ।

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক:

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণত সাধারণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে কম হারে সুদ দেয়। প্রবীণ নাগরিকদের জন্য, এই ব্যাঙ্ক 2-3 বছরের ফিক্সড ডিপোজিটে 8.25 শতাংশ সুদ দেয়।

শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক:

শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য প্রতি বছর 3.50 শতাংশ থেকে 8.55 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করে। যেখানে প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার বার্ষিক 9.05 শতাংশ পর্যন্ত।

আরও পড়ুন
এই 5 ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে দিচ্ছে 8.75% পর্যন্ত সুদ ! দ্রুত বাড়বে সঞ্চয়
ফিক্সড ডিপোজিটে এই 6 ব্যাঙ্ক দিচ্ছে 8.75% পর্যন্ত সুদ ! জানুন দ্রুত সঞ্চয় বৃদ্ধির ঠিকানা

ABOUT THE AUTHOR

...view details