কলকাতা, 1 ফেব্রুয়ারি: সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 আর্থিক বছরের বাজেট পেশ করেছেন ৷ তাতে একাধিক খাতে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে । একইভাবে ইলেকট্রনিক্স-সহ বিভিন্ন জিনিসপত্রের দাম কমার সম্ভাবনার কথাও জানানো হয়েছে । আয়করের দিক থেকে সর্বোচ্চ 12 লক্ষ টাকা বার্ষিক আয় যারা করেন, তাদেরকে কার্যত আর কর দিতে হবে না বলেই দাবি করা হচ্ছে । কিন্তু সার্বিকভাবে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রে ছাড়ের কোনও উল্লেখ নেই বাজেটে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সরকারি চাকরিজীবীদের একাংশ । তাঁদের প্রশ্ন, "12 লক্ষ টাকা রোজগারে কর ছাড় আই-ওয়াশ, নিত্যদিনের জিনিসপত্র ছাড় কোথায়?"
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ দাস বলেন, "12 লক্ষ টাকা রোজগার করে কত জন? রোজগারের দিশাই তো বলা নেই বাজেটে । এমনিতেই জিএসটিতে সকলেই কর দেয় । কাজেই কর ছাড় একেবারেই আই-ওয়াশ এবং ভোটমুখী । কারণ, কেন্দ্রীয় সরকারের জোটে আছে বিহারের নীতিশ কুমারের সরকার । সেই বিহারে একাধিক খাতে বরাদ্দ এবং উন্নয়নের কথা বলা হলেও পশ্চিমবঙ্গে কার্যত ছিটেফোঁটাও নতুন বরাদ্দের কথা বলা হয়নি । কারণ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে জোটে নেই পশ্চিমবঙ্গের সরকার । তাছাড়া এর আগে বেশ কয়েকটি রিপোর্টে প্রকাশ পেয়েছে, মধ্যবিত্তের খরচ বেড়েছে । কিন্তু নতুন করে কর্মসংস্থান বা কাজের কোনও দিশা নেই । ফলে এই বাজেটকে এক প্রকার উচ্চ মধ্যবিত্ত এবং ভোটমুখী জোটমুখী বাজেট বলা চলে ।"