পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

ভারতীয় অর্থনীতিতে মন্দা ! 4 বছরের সর্বনিম্ন দেশের আর্থিক বৃদ্ধির হার - 4 YEAR LOW GDP GROWTH

দেশের আর্থিক বৃদ্ধির হার 2024-25-এ মাত্র 6.4 শতাংশে নেমে আসবে বলে অনুমান করা হচ্ছে, যা গত বছরের তুলনায় 1.8 শতাংশ কম ৷

GDP Growth 4 Year Low
দেশের আর্থিক বৃদ্ধির হার 4 বছরের সর্বনিম্ন ! (ইটিভি ভারত)

By PTI

Published : Jan 8, 2025, 10:47 AM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি: ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি কমছে। কেন্দ্র সরকারের আগাম অনুমান অনুযায়ী, ভারতের মোট উৎপাদন (জিডিপি) 2024-25 অর্থবর্ষে 6.4 শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। দেশের এই আর্থিক বৃদ্ধির হার চার বছরের মধ্যে সর্বনিম্ন। গত আর্থিক বছরে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ছিল 8.2 শতাংশ। অর্থাৎ, 2024-25-এর দেশের আর্থিক বৃদ্ধির হার গত বছরের তুলনায় 1.8 শতাংশ কম ৷

ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিস (NSO) প্রকাশিত সর্বশেষ রিপোর্টের অনুমান চলতি আর্থিক বছরে রিজার্ভ ব্যাঙ্কের 6.6 শতাংশের সাম্প্রতিক অনুমানের চেয়েও কম। জাতীয় পরিসংখ্যান দফতরের (NSO) পূর্বাভাস অনুযায়ী যে তথ্য সামনে এসেছে, তাতে কোভিড মহামারীর পর গত চার বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার কখনও এতটা কমেনি।

2024-25 অর্থবর্ষের জাতীয় আয়ের প্রথম আগাম অনুমান প্রকাশ করে, জাতীয় পরিসংখ্যান দফতর বলেছে, 2024-25 অর্থবর্ষে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 6.4 শতাংশ অনুমান করা হয়েছে, যা পরবর্তী বাজেট পেশের আগে দেশের সাধারণ মানুষের মনে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে ! কারণ, মোদী সরকারের পরবর্তী বাজেট 1 ফেব্রুয়ারি পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আর্থিক বৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের এই পূর্বাভাস ভারতীয় অর্থনীতিতে মন্দার ইঙ্গিত দিচ্ছে।

এই পরিস্থিতিতে মধ্যবিত্তের ভোগ্যপন্যে ক্রয় ক্ষমতা বাড়াতে আয়করের বোঝা কমানোর দাবি উঠছে। এর পাশাপাশি, সরকারি খরচের হার বৃদ্ধিতে কিছুটা আশার আলো দেখাতে পারে বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা।

2024-25 অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার যে কম হতে পারে, সেই আশঙ্কা গোড়া থেকেই ছিল। গত বছরের আর্থিক সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছিল, এই অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার 6.5 থেকে 7 শতাংশের মধ্যে থাকতে পারে। রিজ়ার্ভ ব্যাঙ্ক এই বৃদ্ধির হার 6.6 শতাংশ হবে বলে অনুমান করেছিল। কিন্তু, দেখা যাচ্ছে, দেশের চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার তার থেকেও কমে যেতে পারে।

এর আগে কেন্দ্রীয় পরিসংখ্যানেই জানা গিয়েছিল, জুলাই-সেপ্টেম্বরে দেশের আর্থিক বৃদ্ধির হার মাত্র 5.4 শতাংশে নেমে এসেছে যা গত সাত ত্রৈমাসিকে সর্বনিম্ন। এই পতনের অন্যতম কারণ ছিল, কল-কারখানায় উৎপাদনের সীমাবদ্ধতা। এবারের পূর্বাভাসে কারখানার উৎপাদনে বৃদ্ধির হার গত বছরের 9.9 শতাংশ চেয়ে 4.6 শতাংশ কমে 5.3 শতাংশে নেমে আসবে বলে অনুমান করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details