নয়াদিল্লি, 8 জানুয়ারি: ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি কমছে। কেন্দ্র সরকারের আগাম অনুমান অনুযায়ী, ভারতের মোট উৎপাদন (জিডিপি) 2024-25 অর্থবর্ষে 6.4 শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। দেশের এই আর্থিক বৃদ্ধির হার চার বছরের মধ্যে সর্বনিম্ন। গত আর্থিক বছরে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ছিল 8.2 শতাংশ। অর্থাৎ, 2024-25-এর দেশের আর্থিক বৃদ্ধির হার গত বছরের তুলনায় 1.8 শতাংশ কম ৷
ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিস (NSO) প্রকাশিত সর্বশেষ রিপোর্টের অনুমান চলতি আর্থিক বছরে রিজার্ভ ব্যাঙ্কের 6.6 শতাংশের সাম্প্রতিক অনুমানের চেয়েও কম। জাতীয় পরিসংখ্যান দফতরের (NSO) পূর্বাভাস অনুযায়ী যে তথ্য সামনে এসেছে, তাতে কোভিড মহামারীর পর গত চার বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার কখনও এতটা কমেনি।
2024-25 অর্থবর্ষের জাতীয় আয়ের প্রথম আগাম অনুমান প্রকাশ করে, জাতীয় পরিসংখ্যান দফতর বলেছে, 2024-25 অর্থবর্ষে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 6.4 শতাংশ অনুমান করা হয়েছে, যা পরবর্তী বাজেট পেশের আগে দেশের সাধারণ মানুষের মনে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে ! কারণ, মোদী সরকারের পরবর্তী বাজেট 1 ফেব্রুয়ারি পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আর্থিক বৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের এই পূর্বাভাস ভারতীয় অর্থনীতিতে মন্দার ইঙ্গিত দিচ্ছে।