কলকাতা, 6 সেপ্টেম্বর: ভবিষ্যতের জন্য সঞ্চয় বৃদ্ধিতে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের উপর এখনও নির্ভর করেন অনেক মধ্যবিত্ত, আম আদমি ৷ কিন্তু, ভবিষ্যতের জন্য পুঁজি দ্রুত বাড়ানোর জন্য সঠিক খাতে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি ! সুরক্ষিত বিনিয়োগে নিশ্চিত বড় রিটার্ন পেতে এখনও অনেকের ভরসার জায়গায় রয়েছে দেশের সরকারি ব্যাঙ্কগুলি ৷ তেমনই একটি সরকারি ব্যাঙ্ক সম্প্রতি তার ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে । এই ব্যাঙ্কে নির্দিষ্ট মেয়াদের স্থায়ী আমানতে 7.9 শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন গ্রাহক ৷ চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
এই সরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে 7.9% পর্যন্ত সুদ ! দ্রুত বাড়বে সঞ্চয় - High Return Fixed Deposits - HIGH RETURN FIXED DEPOSITS
Higher Interest Fixed Deposit Rates: সুরক্ষিত বিনিয়োগে নিশ্চিত বড় রিটার্ন পেতে এখনও অনেকের ভরসার জায়গায় রয়েছে দেশের সরকারি ব্যাঙ্কগুলি ৷ তেমনই একটি সরকারি ব্যাঙ্ক একটি নির্দিষ্ট মেয়াদের স্থায়ী আমানতে 7.9 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ৷ চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
ফিক্সড ডিপোজিটে 7.9% পর্যন্ত সুদ (ইটিভি ভারত)
Published : Sep 6, 2024, 6:03 PM IST
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে। এই পরিবর্তনটি 3 কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের জন্য করা হয়েছে। ব্যাঙ্ক একটি নতুন স্পেশাল ফিক্সড ডিপোজিট চালু করেছে, যাতে আপনি বেশি সুদ পাচ্ছেন। ব্যাঙ্কের সংশোধিত নতুন হার 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
- ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হারে পরিবর্তনের পর, এখন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
- এই সুদের হার 7 দিন থেকে 10 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের জন্য।
- এই সুদের হারগুলি 3 কোটি টাকার কম আমানতের উপর প্রযোজ্য এবং সাধারণ নাগরিকদের জন্য।
- ব্যাঙ্কের এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিমটি তাদের জন্য যাঁরা 333 দিনের জন্য তাঁদের অর্থ ফিক্সড ডিপোজিট করেন।
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিমটির নাম দিয়েছে স্টার ধন বৃদ্ধি (star dhan vriddhi)। এর আওতায় সর্বোচ্চ 7.25 শতাংশ সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্কটি।
- সিনিয়র সিটিজেন যাঁদের বয়স 60 বছর থেকে 80 বছর পর্যন্ত, তাঁরা স্থায়ী আমানতে 7.75 শতাংশ সুদ পাবেন।
- যাঁদের বয়স 80 বছরের বেশি তাদের 'সুপার সিনিয়র সিটিজেন' হিসাবে 7.90 শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।