কলকাতা, 21 জুন: কয়েকটি নম্বর থেকে ভুয়ো কল করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার পরিকল্পনা করেছে একদল ব্যাঙ্ক জালিয়াত-হ্যাকার ৷ বেলারুস, লাতভিয়া, সার্ভিয়া, তানজ়ানিয়ার মতো দেশের আইএসডি নম্বর থেকে নানা অফারের প্রলোভন, ব্যাঙ্কিং পরিষেবার অছিলায় ফোন আসছে গ্রাহকদের কাছে ৷ ফোন ধরে কথা বলতে শুরু করলেই কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে যাচ্ছে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ এমনই 7টি নম্বর জানিয়ে গ্রাহকদের সতর্ক করল দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৷ একটি বিবৃতি দিয়ে ব্যাঙ্কের গ্রাহক ও কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে ৷
ভারত এখন আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল-নির্ভর হয়েছে ৷ ডিজিটাল-নির্ভর হয়ে আধুনিক এবং সহজ হয়েছে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাও ৷ আর্থিক লেনদেনের জন্য এখন আর আগের মতো ব্যাঙ্কের শাখার কাউন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হয় না ৷ স্মার্টফোন থেকেই ব্যাঙ্কে টাকা জমা দেওয়া থেকে টাকা তোলা, টাকা পাঠানো, সবই করা যায় ঘরে বসেই, কয়েক মিনিটে ৷ ব্যাঙ্কিং ব্যবস্থা যত ডিজিটাল-নির্ভর হয়ে আধুনিক হয়েছে, ততই বেড়েছে অনলাই ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ৷ তাই বারবার গ্রাহকদের সতর্ক করা হয় ব্যাঙ্কের তরফে ৷ ভারতীয় স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী ও এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের (বেঙ্গল সার্কেল) প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় ইটিভি ভারতকে জানান, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া একটি বিবৃতি জারি করে 7টি ফোন নম্বর সম্পর্কে তার গ্রাহকদের সতর্ক করেছে ৷
যে নম্বরগুলি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করেছে ব্যাঙ্ক:
টেলিফোন: +375602605281
টেলিফোন: +37127913091