পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতীয় ব্যবসায়ীদের আহ্বান শেখ হাসিনার - Bangladesh PM Sheikh Hasina

Bangladesh PM Sheikh Hasina: শুক্রবার দু’দিনের ভারত সফরে নয়াদিল্লিতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ ওই দিন সন্ধ্যায় তিনি ভাষণ দেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই-তে৷ সেখানেই তিনি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান ৷

Bangladesh PM Sheikh Hasina
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ইটিভি ভারত)

By PTI

Published : Jun 22, 2024, 6:17 PM IST

নয়াদিল্লি, 22 জুন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার বিপুল সম্ভাবনা তুলে ধরে ভারতীয় ব্যবসায়ীদের তাঁর দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন । শুক্রবার সন্ধ্যায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই সদস্যদের সামনে ভাষণে হাসিনা বলেন, ‘‘ভারত ও বাংলাদেশ উভয়েরই ব্যবসা করার জন্য একসঙ্গে কাজ করা উচিত ।’’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতে, ব্যবসা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ তিনি বলেন, "সারা ভারত জুড়ে একটি বিশাল বাজার রয়েছে, যেখানে উভয় দেশ যৌথভাবে কাজ করতে পারে ও আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি । ব্যবসা করার একটি ভাল সুযোগ রয়েছে ৷"

তিনি জানান, বাংলাদেশের জনগণের চাহিদা পূরণে ভারতের সঙ্গে কাজ করার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । তাছাড়া তিনি বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চান । বাংলাদেশ বড় বন্দর, নৌ-পথ, রেল ও সড়ক যোগাযোগে কাজ করবে ।

সিআইআই-এর প্রেসিডেন্ট সঞ্জীব পুরী জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাণবন্ত অঞ্চলগুলির জন্য বাংলাদেশ ভারতের স্থল সেতু ৷ আর সরবরাহের শৃঙ্খল পরিবর্তনের সময়ে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বাজারকে মোকাবিলা করতে পারে ৷ কৃষিতে দুই দেশ বেসরকারি ক্ষেত্রে যৌথ উদ্যোগ স্থাপন করতে পারে । সিআইআই-এর ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানান যে এই বছরের শেষের দিকে সিইওদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ।

ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা জলবিদ্যুতের উপর বিশেষ জোর দেন ৷ তাছাড়া বাংলাদেশে জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং বাংলাদেশে আরও শক্তি সঞ্চালন লাইন তৈরি-সহ যৌথ সহযোগিতার বেশ কয়েকটি বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়৷ কথা হয়েছে টেলিকমিউনিকেশন সলিউশনের মাধ্যমে বাংলাদেশে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়েও । সহযোগিতার অন্যান্য ক্ষেত্র যেমন কৃষি, বাণিজ্য এবং তথ্যপ্রযুক্তি নিয়েও আলোচনা হয়েছে ।

গতকাল শুক্রবার নয়াদিল্লিতে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ দু’দিনের সরকারি সফরে এসেছেন তিনি ৷ শুক্রবার তিনি বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় ৷ বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয় ৷

ABOUT THE AUTHOR

...view details