পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শাঁখ বাজিয়ে তুষারপাতকে স্বাগত সাধুর, যমুনোত্রীতে ক্যামেরাবন্দি মুহূর্ত - YAMUNOTRI SNOWFALL VIRAL VIDEO

প্রবল তুষারপাতের মধ্যেই চলছে আরতি ৷ শঙ্খধ্বনিতে তুষারপাতকে স্বাগত জানাচ্ছেন সাধু ৷ যমুনোত্রীর বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো দেখলে মন জুড়িয়ে যাবে ৷

Yamunotri Snowfall
যমুনোত্রীতে তুষারপাতের মাঝে সাধুর শাঁখ বাজানোর মুহূর্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 10:47 PM IST

উত্তরকাশী (উত্তরাখণ্ড), 29 ডিসেম্বর: পুরু বরফের চাদরে ঢেকেছে এলাকা ৷ প্রবল তুষারপাতের মাঝে আরতি করছেন পুরোহিত ৷ অন্যদিকে, শাঁখ বাজিয়ে তুষারপাতকে স্বাগত জানাচ্ছেন এক সাধু ৷

গত শুক্রবার প্রচন্ড তুষারপাতের সময় যমুনোত্রী ধামের হনুমান মন্দিরে এহেন আশ্চর্য সাধনা দেখা গিয়েছে। এখানকার এক সাধুকে দেখা গেল শঙ্খ বাজিয়ে তুষারপাতকে স্বাগত জানাচ্ছেন । এই সময় তিনি বিশেষ প্রার্থনাও করেন ।

যমুনোত্রীতে তুষারপাতের ভিডিয়ো (ইটিভি ভারত)

যমুনোত্রী ধামের তাপমাত্রা বর্তমানে মাইনাস-8 ডিগ্রি ৷ এমতাবস্থায় যেদিকে তাকাই শুধু জল আর বরফ ৷ যমুনোত্রীতে 2 ফুটের বেশি বরফ জমে আছে । সেই তুষারপাতের মধ্যেই ভাইরাল হচ্ছে হনুমান মন্দিরের সন্ন্যাসীর ভিডিয়ো । হনুমান মন্দিরের সাধু ভগত দাসকে এই ভিডিয়োতে দেখা যাচ্ছে ৷ তিনি তুষারপাতের মধ্যে শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে পুজো করছেন ।

এটি লক্ষণীয় যে, চারধামের মধ্যে কেদারনাথ এবং যমুনোত্রী ধামই একমাত্র যা অনেক উঁচুতে অবস্থিত । যমুনোত্রী ধামে যেতে হলে জানকী চটি থেকে 5 কিলোমিটার পায়ে হেঁটে উঠতে হয় । যমুনোত্রী ধাম 3235 মিটার উচ্চতায় একটি নির্জন স্থানে অবস্থিত । শীতকালে প্রচণ্ড ঠান্ডায় এখানে কেউ থাকতে পারে না। তুষারপাতের পর মন্দিরটি বরফে ঢেকে যায়। এমন সময়ে একজন সাধুর সাধনা দেখার মতো। শীতকালে মন্দিরের দরজা বন্ধ থাকার পরও মন্দিরে অবস্থান করছেন ভগত দাস হনুমান ।

অন্যদিকে, উত্তরকাশীতে মা গঙ্গার মাতৃভূমি মুখবা গ্রাম থেকেও একই রকম ছবি উঠে এসেছে । এখানেও গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে । তার মধ্যেই দেখা গিয়েছে, তীর্থযাত্রী পুরোহিতরা মা গঙ্গাকে বিশেষ পুজো দিচ্ছেন । আরতি করছেন ৷ যার ভিডিয়ো সোশাল মিডিয়াতেও বেশ ভাইরাল হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details