পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে লিভ-ইন পার্টনারকে হাতুড়ি মেরে খুন, 8 ঘণ্টা লাশের পাশে মহিলা - MUKUNDPUR MURDER

বচসার জেরে লিভ-ইন পার্টনারকে খুন ৷ সন্তানদের নিয়ে লাশের সঙ্গেই 8 ঘণ্টা কাটাল অভিযুক্ত মহিলা ৷ মুকুন্দপুরের ঘটনায় শিউড়ে উঠল দেশ ৷

Delhi Murder Case
লিভ-ইন পার্টনার খুন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 5:17 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর: ফের বচসার জেরে লিভ-ইন পার্টনারকে খুন ৷ এবার ঘটনাস্থল রাজধানী দিল্লি ৷ ভালসওয়া ডেইরি থানা এলাকার মুকুন্দপুরে লিভ-ইন পার্টনারকে খুন করল মহিলা ৷ জানা গিয়েছে, লাঠি, হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার নিয়ে হামলা চালায় ওই মহিলা ৷ শুধু তাই নয়, খুনের পর 8 ঘণ্টা মৃতদেহের কাছেই বসে থাকার পর গভীর রাতে পুলিশকে ঘটনার কথা জানায় অভিযুক্ত ।

কী হয়েছে ?

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত মহিলা এবং তার সঙ্গী ডেইরি থানা এলাকার মুকুন্দপুরে লিভ-ইনে থাকত । মৃত যুবকের বয়স 30 বছর, পেশায় কলমিস্ত্রি ৷ বহু বছর ধরে ওই মহিলার সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল । 2018 সালে মহিলা স্বামীকে ছেড়ে তাঁর কাছে চলে আসে ৷

কয়েক বছর সবকিছু ঠিকঠাক চললেও কয়েক মাস পর থেকেই দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয় । একাংশের দাবি, মহিলা অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল । সে কারণে সঙ্গীকে বাড়ি ছেড়ে চলে যেতে জোর করছিল । মঙ্গলবার এই নিয়ে ফের তাদের মধ্যে বচসা শুরু হয় ৷ বিকেলে মহিলা সঙ্গীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে । তারপরেই ওই যুবককে প্রথমে একটি স্ক্রু ড্রাইভার, তারপর লাঠি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে ৷ শেষ পর্যন্ত মাথায় হাতুড়ির আঘাতে তাঁর মৃত্যু হয় ৷

8 ঘণ্টা পর পুলিশে অভিযোগ:

হাতুড়ির আঘাতে অচেতন হয়ে যাওয়ার পর ওই মহিলা সঙ্গীর সারা শরীরে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপায় । শুধু তাই নয়, অপরাধ করার পর সন্তানদের নিয়ে 8 ঘণ্টা ওই ঘরেই ছিল মহিলা । শেষে নিজেই ভালসওয়া থানায় গিয়ে ঘটনাটি পুলিশকে জানায় সে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details