আগ্রা, 28 নভেম্বর: মুঘল আমলে আগ্রা ফোর্ট থেকেই ভারতবর্ষের শাসন কাজ পরিচালিত হত। আগ্রা ফোর্ট বিশ্বের অন্যতম ঐতিহ্য। এটি দেখতে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক আসেন। আগ্রা ফোর্ট রাজপুত, মুঘল, জাট এবং মারাঠা-সহ অনেক রাজবংশই বারবার দখল করেছে। কিন্তু, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) এই আগ্রা দুর্গের ইতিহাস সম্পর্কে অবগত নয় ! এএসআই জানেই না, আগ্রার এই কেল্লা কে তৈরি করেছেন ?
ঘটনা এক বছর আগের। যেখানে এক RTI-এর উত্তরে ASI এমনটাই জানিয়েছিল ৷ এবার সেই উত্তরকে সমর্থন করেছে কেন্দ্রীয় তথ্য কমিশনও। 2023 সালের জুন মাসে RTI-এর জবাবে, ASI-এর আগ্রা সার্কেলের পাবলিক ইনফরমেশন অফিসার মহেশ চন্দ্র মীনা জানিয়েছিলেন, জানতে চাওয়া প্রশ্নগুলির সঙ্গে সম্পর্কিত কোনও তথ্যই উপলব্ধ নেই ৷ সমসাময়িক সাহিত্যেই এমন তথ্য পাওয়া সম্ভব।
2023 সালের মে মাসে আগ্রার এমএম গেট থানা এলাকায় অবস্থিত কালীবাড়ির বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য তথ্যের অধিকার (আরটিআই)-এর অধীনে আগ্রা দুর্গ সম্পর্কে তিনটি প্রশ্নের তথ্য চেয়েছিলেন। আগ্রা কেল্লাটি কে তৈরি করেছিলেন ? সম্রাট আকবর আগ্রা ফোর্টে কী পরিবর্তন করেছিলেন ? আগ্রা ফোর্ট নির্মাণের আগে কী কাজ করা হয়েছিল ?
দেবাশিস ভট্টাচার্য জানান, আগ্রা ফোর্ট একটি বিশ্ব ঐতিহ্যের স্মৃতিস্তম্ভ। যা ঐতিহাসিক নিদর্শনও বটে। এএসআই-এর কাছে এ বিষয়ে সব তথ্য থাকতে হবে। কিন্তু এএসআইয়ের জবাবে তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন, "আমি পরে কেন্দ্রীয় তথ্য কমিশনে আবেদন করি এবং 25 নভেম্বর তার শুনানি হয়। এরপর বুধবার যখন আদেশ জারি করা হয়, তখন এটি এএসআই-এর জবাবকেই কার্যত সমর্থন করেছে। সমসাময়িক ইতিহাস পড়ে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে। এবার বিষয়টি আমি আদালতের দ্বারস্থ হব ৷"